ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৭ মাসে ৮৭৩ কোটি ডলার রেমিটেন্স আয়

প্রকাশিত: ০৬:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

৭ মাসে ৮৭৩ কোটি ডলার রেমিটেন্স আয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) প্রবাসীরা ৮৭৩ কোটি চার লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। গত অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিটেন্স প্রেরণকারী প্রায় সব দেশ থেকেই রেমিটেন্স প্রবাহ বেড়েছে। তবে এ সময়ে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত ও লিবিয়া ছাড়াও যুক্তরাজ্য, জার্মানি ও ইতালি থেকে রেমিটেন্স আগের অর্থবছরের একই সময়ের চেয়ে কমেছে। ফলে সার্বিক রেমিটেন্সের বৃদ্ধির হারও কম। চলতি অর্থবছরের (২০১৪-১৫) প্রথম সাত মাস (জুলাই-জানুয়ারি) পর্যন্ত সময়ে প্রবাসীরা ৮৭৩ কোটি চার লাখ মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন। ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে রেমিটেন্সের পরিমাণ ছিল ৮০৩ কোটি ২৯ লাখ ডলার। কয়েকটি দেশের নেতিবাচক রেমিটেন্সের প্রভাবেই রেমিটেন্স যে হারে বাড়ার কথা সেভাবে বাড়েনি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। দেশভিত্তিক রেমিটেন্সের হিসাব অনুযায়ী, কুয়েত থেকে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ৬২ কোটি ৬৫ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে তা ছিল ৬৩ কোটি ৮৬ লাখ ডলার। আর লিবিয়া থেকে এ সাত মাসে এসেছে দুই কোটি ৫২ লাখ ডলার, যা আগের অর্থবছরের একই সময়ে আসা রেমিটেন্সের অর্ধেকেরও কম। যুক্তরাজ্য থেকে আগের অর্থবছরের সাত মাসে ৫৩ কোটি ৩০ লাখ ডলার আসলেও এ অর্থবছরে এর পরিমাণ ৪৫ কোটি ৯৫ লাখ ডলার। একইভাবে জার্মানি ও ইতালি থেকেও রেমিটেন্স কমেছে। প্রতিবেদনে দেখা গেছে, রেমিটেন্স প্রেরণকারী শীর্ষ দেশ সৌদি আরব থেকে জুলাই থেকে জানুয়ারি সময়ে ১৮৭ কোটি ৪৩ লাখ ডলার রেমিটেন্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এদেশ থেকে ১৭৭ কোটি ৩ লাখ ডলার এসেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিটেন্সের প্রধান যোগানদাতা দেশ সৌদি আরব থেকে মাত্র ১০ কোটি ডলার বেশি রেমিটেন্স এসেছে।
×