ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি-জামায়াতের সহিংসতা বন্ধে ব্রিটিশ এমপিদের আহ্বান

প্রকাশিত: ০৬:২৬, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি-জামায়াতের সহিংসতা বন্ধে ব্রিটিশ এমপিদের আহ্বান

বাংলাদেশে হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াতের সহিংসতার নিন্দা ও বন্ধের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের কয়েকজন এমপি। মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে ইউকে অল পার্টি এ্যালায়েন্স এ্যাগেইনিস্ট ভায়োলেন্স ইন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি আলহাজ জালাল উদ্দিন। ইউকে অল পার্টি এ্যালায়েন্স এগেইনিস্ট ভায়োলেন্স ইন বাংলাদেশের মুখপাত্র সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় বক্তব্য রাখেনÑ ব্রিটিশ পার্লামেন্টের গর্ডন ব্রিস্টউইসেল এমপি, স্টিভ রিড এমপি, এন্ডু স্টিপেনসন এমপি, জেসিকা মর্ডান এমপি, স্যার এলান স্মিথ এমপি। -বিজ্ঞপ্তি সানার সেনা ছাউনি হুতিদের দখলে ॥ নিহত ১০ ইয়েমেনের শিয়া মিলিশিয়া হুতি বিদ্রোহীরা রাজধানী সানায় সেনাবাহিনীর বিশেষ বাহিনীর ছাউনি দখল করে নিয়েছে। রাতভর লড়াই চলার পর বুধবার ভোরের দিকে হুতিদের হাতে ছাউনিটির পতন হয়। খবর ওয়েবসাইটের। মঙ্গলবার সন্ধ্যার দিকে হুতিরা ওই সেনা ছাউনি লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করলে দু’পক্ষের মধ্যে লড়াই শুরু হয়। এরপর একটানা ছয় ঘণ্টা লড়াই চলার পর ছাউনিটির পতন হয়। এ লড়াইয়ে উভয়পক্ষের অন্তত দশজন নিহত হয়েছেন। মধ্যরাতে ছাউনির গুরুত্বপূর্ণ এলাকাগুলো হুতিদের দখলে চলে যায়। এই পরিস্থিতিতে বাহিনীর নেতৃবৃন্দ ছাউনি ত্যাগ করেন। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুতি বেসামরিক বাহিনীর সদস্যরা রাজধানী সানা দখল করে রেখেছে।
×