ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হ্যাডলির চোখে ফেবারিট অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৬:২২, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

হ্যাডলির চোখে ফেবারিট অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার অকল্যান্ডে মুখোমুখি হবে স্বাগতিক দুই দেশ। অনেকেই ২৯ মার্চ ফাইনালের রিহার্সেল হিসেবেও দেখছেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মহারণকে। অকল্যান্ডের সেই ম্যাচে কোন দল ফেবারিট চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নাকি প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর নিউজিল্যান্ড? তার সঠিক উত্তর বলবে সময়। তবে এই মুহূর্তে অস্ট্রেলিয়াকেই এগিয়ে রাখছেন পেসার রিচার্ড হ্যাডলি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়াই ফেবারিট। কিন্তু এই মুহূর্তে নিউজিল্যান্ড যেভাবে খেলছে তাতে আমি তাদেরও ভাল রান দিতে পারি। তাই অতীত ইতিহাসের সীমারেখাকে বদলাতে নিউজিল্যান্ড এখন যথেষ্ট ভাল দল।’ ডেভিড ওয়ার্নার-গ্ল্যান ম্যাক্সওয়েল এবং মিচেল মার্শদের মতো হিটারদের নিয়ে সাজানো অস্ট্রেলিয়া দল। ব্রেন্ডন ম্যাককুলাম-কোরি এ্যান্ডারসনরাও কম যান না। তাই ৪৩ বছর বয়সী এই নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার মনে করেন এই লড়াইটা হবে হিটারদের। সেই সঙ্গে চার-ছক্কারও লড়াই। এ বিষয়ে তার অভিমত, ‘আমি মনে করি তাদের (অস্ট্রেলিয়া) ছয় শক্তিশালী হিটার ব্যাটসম্যান রয়েছে। তাই এটা হতে পারে হিটারদের তুমুল প্রতিদ্বন্দ্বিতাও।’বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়। অন্যদিকে প্রথম তিন ম্যাচের সবই নিউজিল্যান্ডের জয়। যে কারণে শনিবারের ম্যাচটি অসিদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতে নামবেন ডেভিড ওয়ার্নার এবং এ্যারন ফিঞ্চ। আর তাদের মোকাবেলা করতে হবে সময়ের সেরা বোলার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্টকে। টিম সাউদি ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে গত শুক্রবার ৩৩ রানের বিনিময়ে প্রতিপক্ষের ৭ উইকেট তুলে নেন। যা কিউদের ইতিহাসেরই সেরা বোলিং ফিগার। আর তার বোলিংয়েই সেই ম্যাচে বিধ্বস্ত হয়ে পড়ে ইংলিশরা এবং শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় জয় পায় ব্ল্যাক ক্যাপসরা। শুধু টিম সাউদি একাই নন। ইংলিশদের বিপক্ষে জ্বলে উঠেছিলেন ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককুলামও। সেই ম্যাচে ১৮ বলে অর্ধশতক হাঁকিয়ে ছিলেন কিউই অধিনায়ক। যা বিশ্বকাপের দ্রুততম হাফসেঞ্চুরি। শেষে ২৫ বলে ৭৭ রান উপহার দিয়েছিলেন তিনি। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউদি-ম্যাককুলামরা অসিদের বিপক্ষেও জ্বলে উঠবেন বলে মনে করছেন নিউজিল্যান্ডের সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি হ্যাডলি। এ বিষয়ে সাদা পোশাকে ৪৩১ উইকেট দখলকারী রিচার্ড হ্যাডলি বলেন, ‘নতুন বলে নিউজিল্যান্ডের সেরা বোলার টিম সাউদি এবং ট্রেন্ট বোল্ট। ড্যাশিং ব্যাটসম্যান হিসেবে ব্রেন্ডন ম্যাককুলামও সেরা। এছাড়া ম্যাককুলাম যেভাবে অধিনায়কত্ব করছেন তা যে কারও জন্যই অনুপ্রেরণাদায়ক। ম্যাককুলাম যেভাবে ফিল্ডিং করে, মাঠে অন্যদের নেতৃত্ব দেয় এবং ব্যাটিং করে তা সত্যিই অসাধারণ। আর এই তিনটি যদি তিনি একত্রে করতে পারেন তাহলে নিশ্চিত অন্যরা তাকে আদর্শ হিসেবে মানবেন।’
×