ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় স্কুল হকি

শেষ হলো ঢাকা ভেন্যুর প্রথম পর্বের খেলা

প্রকাশিত: ০৬:২১, ২৬ ফেব্রুয়ারি ২০১৫

শেষ হলো ঢাকা ভেন্যুর প্রথম পর্বের খেলা

স্পোর্টস রিপোর্টার ॥ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় ঢাকা ভেন্যুর প্রথম পর্বের খেলা বুধবার শেষ হয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় এতে নারায়ণগঞ্জ হরিহর পাড়া স্কুল ৪-০ গোলে রায়েরবাজার উচ্চ বিদ্যালয়কে, হারিনাল হাইস্কুল ৫-০ গোলে দনিয়া বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়কে, নবাব হাবিবুল্লা হাইস্কুল ১-০ শহীদ নবী উচ্চ বিদ্যালয়কে, বিএএফ শাহীন স্কুল এ্যান্ড কলেজ ৬-০ গোলে নারায়ণগঞ্জ হাইস্কুলকে হারায়। ঢাকা ভেন্যুর বাছাইপর্ব থেকে চূড়ান্ত পর্বে উত্তীর্ণ দলগুলো হলো : গ্রুপ ‘ক’ থেকে জিনজিরা পিএম পাইলট উচ্চ বিদ্যালয়, গ্রুপ ‘খ’ থেকে ফতুল্লা পাইলট স্কুল নারায়ণগঞ্জ, গ্রুপ ‘গ’ থেকে আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল এ্যান্ড কলেজ, গ্রুপ ‘ঘ’ থেকে নবাব হাবিবউল্লাহ স্কুল, গ্রুপ ‘ঙ’ থেকে বিএএফ শাহীন স্কুল এ্যান্ড কলেজ, গ্রুপ ‘চ’ থেকে আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়। চূড়ান্ত পর্বের খেলা আগামী ৭ মার্চ থেকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে। বুধবার প্রথম রাউন্ডের শেষ খেলায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং এ্যান্ড ডেভেলপমেন্ট আযম খান প্রমুখ। মার্সেল জাতীয় ইয়োগা স্পোর্টস রিপোর্টার ॥ ‘মার্সেল টেলিভিশন জাতীয় ইয়োগা প্রতিযোগিতা’ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। জাতীয় ক্রীড়া পরিষদের সভা কক্ষে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বুধবার এই প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), মার্সেল মার্কেটিংয়ের রবিউল হাসান (সুমন), এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ ইয়োগা এ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক নাজনীন সুলতানা এবং বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনিসহ অন্য কর্মকর্তা।
×