ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইন ভঙ্গ করে এমএলএম ব্যবসা করলে কঠোর ব্যবস্থা ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৭:৪০, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

আইন ভঙ্গ করে এমএলএম ব্যবসা করলে কঠোর ব্যবস্থা ॥ বাণিজ্যমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, অবৈধভাবে বা আইন ভঙ্গ করে কেউ বিতর্কিত মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসা পরিচালনা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এমএলএম কোম্পানিগুলো আবার যাতে সক্রিয় হয়ে জনগণকে প্রতারিত করতে না পারে সে লক্ষে সরকার তিনটি পৃথক আইন প্রণয়ন করেছে। মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, এমএলএম ব্যবসা কার্যক্রম নিয়ন্ত্রণে সরকার মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এবং মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০১৪ ও সংশোধিত বিধিমালা-২০১৪ প্রণয়ন করা হয়েছে। তিনি জানান, এমএলএম আইন-২০১৩ অনুসারে আইন অমান্য করে এমএলএম পদ্ধতিতে ব্যবসা পরিচালনার জন্য অনূর্ধ ১০ বছর এবং অন্যূর্ধ ৫ বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদ-ের বিধান রাখা হয়েছে। এছাড়া অবৈধভাবে বা আইন ভঙ্গ করে কেউ এমএলএম ব্যবসা পরিচালনা করলে উক্ত আইন অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য সকল জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে পত্র প্রেরণ করা হয়েছে।
×