ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পরিবেশবান্ধব শহর গড়তে উদ্যোগ

প্রকাশিত: ০৬:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

পরিবেশবান্ধব শহর গড়তে উদ্যোগ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়তে নানা উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে মঙ্গলবার বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০টি ডাস্টবিন বিতরণ করা হয়। ‘ক্লিন মুন্সীগঞ্জ, গ্রীন মুন্সীগঞ্জ’ নামে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল এই উদ্যোগ গ্রহণ করেন। তিনি প্রতিষ্ঠানে এগুলো বিতরণ করেন। এ সময় ছিলেন আনিছ-উজ-জামান, একে ইরাদত মানু, মীর নাসিরউদ্দিন উজ্জ্বলসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ। শিক্ষা উপকরণ বিতরণ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ঝরেপড়া শিশুদের স্কুলমুখী করার লক্ষ্যে গৌরনদী উপজেলার আশোকাঠী গ্রামের অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীর মাঝে মঙ্গলবার শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ব্র্যাকের পল্লী সমাজের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পল্লী সমাজের আশোকাঠী গ্রামের সভাপতি বকুল বেগমের সভাপতিত্বে আশিষ মৃধা, শিক্ষিকা লিপি বেগম, ফাতেমা বেগম, সঞ্জিত হালদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রায় ৫০ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। নওগাঁয় ফের অজগর উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৪ ফেব্রুয়ারি ॥ নওগাঁর ধামইরহাটে আবারও একটি বিরল প্রজাতির অজগর সাপ আটক করেছে এলাকাবাসী। বর্তমানে সাপটি উপজেলা বনবিট কর্মকর্তার তত্ত্বাবধানে রয়েছে। সাপটিকে এক নজর দেখার জন্য বিট কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছে ঔৎসুক জনতা। জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার জগতনগর গ্রামের নলপুকুর এলাকার তালগাছের নিকট একটি অজগর সাপ দেখতে পায় এলাকাবাসী। পরবর্তীতে ওই এলাকার আব্দুল কাদের, রইচ উদ্দিন, আব্দুর রহমান, দুলাল হোসেন ও মইশড় গ্রামের মমতাজ উদ্দিন সাপটিকে কৌশলে ধরে ফেলে। শিশুবান্ধব ইউনিয়ন ঘোষণা স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ‘শিশুবান্ধব ইউনিয়ন’ হিসেবে ঘোষণা করা হয়েছে নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নকে। প্রধান অতিথি মঙ্গলবার দুপুর ১২টায় সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই ঘোষণা দেন। এ সময় প্রধান শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দেয়া হয়। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় ‘শিমুলবাড়ি শিক্ষা উন্নয়ন কমিটি’ স্থানীয় হাইস্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে।
×