ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃষকের ঋণ পুনঃতফসিলীকরণে বিশেষ সুযোগ

প্রকাশিত: ০৪:২৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

কৃষকের ঋণ পুনঃতফসিলীকরণে বিশেষ সুযোগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ স্বল্পমেয়াদী কৃষি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কৃষকদের বিশেষ সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতায় কৃষি খাতের অপরিসীম গুরুত্ব বিবেচনায়, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে এবং কৃষি ঋণ আদায়কল্পে এরূপ ঋণ পুনঃতফসিলিকরণে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তসমূহের মধ্যে বলা হয়েছে, স্বল্পমেয়াদী কৃষি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডাউন পেমেন্ট গ্রহণের শর্ত শিথিল করা যাবে। ক্ষেত্র বিশেষে বিনা ডাউন পেমেন্টেও এ ঋণ পুনঃতফসিল করা যাবে। ঋণ পুনঃতফসিলের পর কৃষকদের পুনরায় নতুন করে স্বল্পমেয়াদী কৃষি ঋণ প্রদান করা যাবে। এক্ষেত্রে কোন নতুন জমা ব্যতিরেকেই পুনঃতফসিল পরবর্তী নতুন ঋণ সুবিধা প্রদান করা যাবে। এছাড়া সার্টিফিকেট মামলা দায়েরকৃত থাকলে মামলা চলাকালীন গ্রাহকের সঙ্গে সমঝোতার (সোলেনামা) মাধ্যমে সার্টিফিকেট মামলা উত্তোলন বা নিষ্পত্তিপূর্বক ঋণ পুনঃতফসিল করা যাবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে।
×