ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্বিপাক্ষিক চুক্তি

বৃত্তিতে লাহোরে পড়বে আফগান ছাত্ররা

প্রকাশিত: ০৪:২২, ২৫ ফেব্রুয়ারি ২০১৫

বৃত্তিতে লাহোরে পড়বে আফগান ছাত্ররা

পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের আরও লক্ষণ দেখা যাচ্ছে এবং কাবুল সরকারের অর্থে পাকিস্তানে আফগান ছাত্রদের শিক্ষা গ্রহণের বিষয় একটি সমঝোতা স্মারক সই হয়েছে। পাকিস্তানের নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ওই সমঝোতা স্মারকে সই করেছেন। সমঝোতা অনুযায়ী- আফগান ছাত্রদের লাহোর ব্যবস্থাপনা বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে (এলইউএমএস) অধ্যয়নের জন্য পাঠানো হবে। এই প্রথম কাবুল সরকারের অর্থে আফগান ছাত্ররা পাকিস্তানে পড়ার সুযোগ পাবে। মূর্তির ভেতরে ভিক্ষুর মমি এক হাজার বছরের পুরানো এক বৌদ্ধ মূর্তির ভেতরে ভিক্ষুর মমি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সিটিস্ক্যান আর এ্যান্ডোস্কোপের মাধ্যমে চীনা বৌদ্ধ মূর্তিটির ভেতরে মমির অস্তিত্ব পান তাঁরা। ধারণা করা হচ্ছে, মমিটি বৌদ্ধ ভিক্ষু লিউকোয়ানের এবং তিনি ১১শ’ খ্রিস্টাব্দে মারা যান। ২০১৪ সালে নেদারল্যান্ডসের ড্রেন্ট মিউজিয়ামে প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল মূর্তিটি। মমিটির দেহের ভেতরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের বদলে বেশ কিছু কাগজ পাওয়া গেছে। সিনেটের প্রতিবেদন অনুযায়ী, প্রাচীন চীন অক্ষর লেখা রয়েছে ওই কাগজগুলোতে। -সিবিসি নিউজ বিড়ালের মর্যাদা প্রতিষ্ঠায়- জাপানের দক্ষিণাঞ্চলীয় কিতায়ুশুর বাসিন্দা মাসাহিকো সুগা তাঁর পোষা নয়টি বিড়ালকে প্র্যামে নিয়ে সারা শহর ঘুরে বেড়ান। তার উদ্দেশ্য, তাঁকে দেখে মানুষ যেন পোষা কুকরের মতো পোষা বিড়াল নিয়েও হাঁটতে বের হতে উৎসাহী হন। তাঁর আশা, একসময় পোষা কুকুরের মতো সমাজে পোষা বিড়ালও সমান মর্যাদা পাবে। পোষা পশু-পাখি খুবই পছন্দ করে জাপানীরা। দেশটির বিভিন্ন শহরে বিড়াল-কুকুরদের জন্য ক্যাফে পর্যন্ত রয়েছে। -বিবিসি
×