ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এ্যাসিড নিক্ষেপের ঘটনায় ফাঁসির আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৮:৩৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

এ্যাসিড নিক্ষেপের  ঘটনায় ফাঁসির আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ২০০৩ সালে পারিবারিক দ্বন্দ্বের জেরে দুজনকে এ্যাসিড নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলায় ফাঁসির দ-াদেশ আসামি উজির মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার সকালে রাজধানীর মিরপুর কাজীপাড়ার একটি মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত উজির মিয়া ২০০৩ সালের ৩০ অক্টোবর সাভারের আমিন বাজার এলাকায় ছোট ভাইয়ের স্ত্রীকে এ্যাসিড নিক্ষেপ করে। এতে ওই নারীর দুই চোখ নষ্ট হয়ে যায়। একই বছর সালমা নামে এক তরুণী তার প্রেমে প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার ওপরও এ্যাসিড হামলা করেন উজির মিয়া। এতে সালমার এক চোখ নষ্ট হয়ে যায়। এ ঘটনায় পৃথক মামলা দায়ের হয়। আদালত ২০০৪ সালে অভিযুক্ত উজির মিয়াকে মৃত্যুদ- ও এক লাখ টাকা জরিমানা করেন। কিন্তু উজির মিয়া আদালতের রায়ের পর থেকে নিজের পরিচয় গোপন রেখে পালিয়ে থাকে।
×