ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোরে ডায়রিয়ার প্রকোপ ॥ দুই মাসে আক্রান্ত ৫ হাজার

প্রকাশিত: ০৭:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

যশোরে ডায়রিয়ার প্রকোপ ॥ দুই মাসে আক্রান্ত ৫ হাজার

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত দুই মাসে এ জেলায় প্রায় ৫ হাজার লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। যশোর ২৫০ শয্যা হাসপাতালের দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, প্রতিদিন নতুন নতুন লোক ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। অত্যাধিক রোগীর ভিড়ে ওয়ার্ডে তাদের জায়গা হচ্ছে না। হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে মাত্র ৫টি বেড রয়েছে। বেডের সংখ্যা কম থাকায় রোগীদের প্রসূতি ওয়ার্ড, ব্লাড ব্যাংক, প্যাথলজি বিভাগ, জরুরী বিভাগ ও তত্ত্বাবধায়কের কার্যালয়ের নিচতলা পর্যন্ত মেঝেতে দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে রোগী রেখে তাদের চিকিৎসা দিতে হচ্ছে। গত ১৬ জানুয়ারি হতে যশোর শহরের বিভিন্ন এলাকায় ডায়রিয়া বাড়তে থাকে। এ পর্যন্ত ১ হাজার ৪শ’ ৩৪ রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় ৬ রোগীর মৃত্যু হয়। যশোর ২৫০ শয্যা হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ শ্যামল কুমার সাহা বলেছেন, একমাত্র শরিফুল ইসলাম ডায়রিয়ায় মারা গেছেন। অন্যরা বিভিন্ন রোগে অনেক দিন ধরে ভুগছিলেন। সর্বশেষ পাতলা পায়খানাজনিত কারণে তারা হাসপাতালের সংক্রামক ওয়ার্ডে ভর্তি হন। রোটা ভাইরাসের প্রভাব বৃদ্ধি পাওয়ায় ডায়রিয়া বেড়ে গেছে। ডায়রিয়া রোগীদের ওষুধ সঙ্কট দেখা দিয়েছে। অধিকাংশ ওষুধ রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে বলে তিনি জানান। এ দিকে যশোর জেলার সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারিতে জেলার বিভিন্ন এলাকায় ২ হাজার ২শ’ আক্রান্ত হয়েছে। ১ জানুয়ারি হতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ হাজার ৪শ’ ৪৯ রোগী। পানি ও রোটা ভাইরাস থেকে সবাই ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বলে সিভিল সার্জন ডাঃ সাহাদাৎ হোসেন জানিয়েছেন। চরফ্যাশনে আনসার ভিডিপি কমান্ডারকে প্রাণনাশের হুমকি নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ২৩ ফেব্রুয়ারি ॥ ভোলার চরফ্যাশনের নীলকমল ইউনিয়ন আনসার ভিডিপির কমান্ডার ডাঃ মোঃ শাহাবুদ্দিনকে চাঁদার দাবিতে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে সাহাবুদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামি করে সোমবার চরফ্যাশন থানায় সাধারণ ডায়রি করেছেন। চরফ্যাশন থানার সহকারী পুলিশ উপ-পরিদর্শক নুরুজ্জামান সাধারণ ডায়রির সত্যতা নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জের আলোচিত ডাক্তার বাধ্যতামূলক অবসরে স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ নানা অনিয়ম, রোগীর প্রতি অবহেলাসহ দায়িত্ব পালনকালে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিরাজগঞ্জের আলোচিত চিকিৎসক ডাঃ ইমাম আল নাজিমুল হক বিপ্লবকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে সহকারী রেজিস্ট্রার (সার্জারি) পদে কর্মরত থাকাকালে এসব অভিযোগ ওঠে। তাঁকে শাস্তিমূলকভাবে পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বদলি করে তদন্ত শুরু করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দেশ দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
×