ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অতিরিক্ত জেলা জজের সাক্ষ্যগ্রহণ

প্রকাশিত: ০৬:২২, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

অতিরিক্ত জেলা জজের সাক্ষ্যগ্রহণ

কোর্ট রিপোর্টার ॥ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পাবনা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এমরান হোসেনের সাক্ষ্য গ্রহণ করেছেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। সোমবার তিনি মামলাটিতে ১১১ নম্বর সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত অস্থায়ী আদালতে এই সাক্ষ্যগ্রহণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী সৈয়দ রেজাউর রহমান। মামলাটির রাষ্ট্রপক্ষের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) আবু আব্দুল্লাহ ভূইয়া জানান, সাক্ষী এমরান হোসেন বর্তমানে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত আছেন। তিনি ঢাকা সিএমএম আদালতে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত থাকাকালে ২১ আগস্ট গ্রেনেড হামলার আসামি ডাঃ আবু জাফরের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণ করেছিলেন। ওই বিষয়েই তিনি ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যগ্রহণকালে সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়। অন্যদিকে জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মোঃ আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলাটির তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম আদালতে হাজির হন। উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জনের নির্মম মৃত্যু হয়।
×