ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভ্যাট ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনবিআর

প্রকাশিত: ০৬:২০, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

ভ্যাট ফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। সোমবার বিকালে মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর পরিদর্শনে এসে ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা জানান। নজিবুর রহমান বলেন, দিন দিন অর্থনৈতিক ব্যাপ্তি বাড়ছে। সেই সঙ্গে ভ্যাট বা মূল্য সংযোজন করের সম্ভাবনাও বাড়ছে। আগামীতে মোট রাজস্ব আয়ের ৫৫ ভাগ আসবে ভ্যাট থেকে আর ৪৫ ভাগ আসবে প্রত্যক্ষ কর থেকে। তিনি বলেন, মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সামর্থ্য আরও বাড়ানো হবে। তবে, কম সম্পদ দিয়ে বেশি কাজ করাই স্বার্থকতা। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ডিসেম্বর ও জানুয়ারি মাসে মূসক আদায় লক্ষ্যমাত্রা অর্জন করেছে। এছাড়া চলমান অবরোধ ও হরতালের মধ্যে মূসক আদায়ের গতি স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, অচিরেই এই কালো মেঘ কেটে যাবে। আমাদের অর্থনীতি ফিনিক্স পাখির মতো আবার ঘুরে দাঁড়াবে।
×