ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশীর মৃত্যু

প্রকাশিত: ০৬:১২, ২৪ ফেব্রুয়ারি ২০১৫

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশীর মৃত্যু

বাংলানিউজ ॥ সৌদি আরবের দাম্মামে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশীসহ ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা পাঁচ বাংলাদেশীসহ ছয়জনের মৃত্যুর খবর জানালেও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম স্থানীয় সময় দুপুরে চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। নিহতরা হলেন- ফেনীর দাগনভূঞয়ার বদিউর রহমানের ছেলে মীর রহমান, কুমিল্লার চান্দিনার আবু মূসা, চৌদ্দগ্রামের গুণবতী এলাকার নিসা মিয়া, নাঙ্গলকোট থানার আবুল কালামের ছেলে জিয়াউর রহমান এবং চাঁদপুরের লোকমানের ছেলে আবু মোল্লা। দূতাবাস সূত্র জানায়, দাম্মামের ‘দাল্লা সানাইয়া’ এলাকায় স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকা-ের ফলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত অপর শ্রমিক পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
×