ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পৌরনীতি ও নাগরিকতা

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ১৬. রাষ্ট্রপতি করে থাকে – র. প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন রর. জাতীয় সংসদ স্থগিত রাখতে পারেন ররর. বিলে সম্মতি প্রদান করেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৭. স্থিতিশীল উন্নয়ন ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রধান ভিত্তি কোনটি? ক) প্রশাসনিক কঠোরতা খ) নিরক্ষরতার হার কমানো গ) কর্মমুখী শিক্ষার ব্যবস্থা ঘ) সুস্থ প্রাকৃতিক পরিবেশ ১৮. কত সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়? ক) ১৯৩৯ সালে খ) ১৯৪০ সালে গ) ১৯৪১ সালে ঘ) ১৯৪২ সালে ১৯. সমাজ সর্বদা কিসের দিকে ধাবিত হয়? ক) প্রগতি খ) অতীত গ) ধ্বংসে ঘ) অজানা ২০. কোথায় আদর্শ ও কর্মসূচিভিত্তিক রাজনৈতিক দলের উপস্থিতি লক্ষ করা যায়? ক) গণতান্ত্রিক ব্যবস্থায় খ) সমাজতান্ত্রিক ব্যবস্থায় গ) রাজতান্ত্রিক ব্যবস্থায় ঘ) পুঁজিবাদী ব্যবস্থায় ২১. নাগরিকদের জন্য আইন প্রণয়ন ও প্রয়োগ করে কোনটি? ক) সরকার খ) সামরিক বাহিনী গ) সুপ্রিম কোর্ট ঘ) রাষ্ট্র ২২. কে একনায়কতন্ত্রের উগ্র জাতীয়তাবোধ পোষণ করে সারা পৃথিবীতে ধ্বংস ডেকে এনেছিল? ক) লেলিন খ) মাও সে তুং গ) হিটলার ঘ) চার্চিল ২৩. লিখিত সংবিধানের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? ক) প্রগতির প্রতিকূলতা খ) উন্নয়নের অন্তরায় গ) সুস্পষ্টতা ঘ) যুক্তরাষ্ট্রের অনুপযোগী ২৪. পাকিস্তান প্রস্তাবে কোন কথাটি একবারও ছিল না? ক) পাকিস্তান খ) বাংলাদেশ গ) ভারত ঘ) লাহোর ২৫. কতটি সদস্য রাষ্ট্র নিয়ে জাতিসংঘের যাত্রা শুরু হয়? ক) ৫০টি খ) ৫১টি গ) ৫৩টি ঘ) ৫৫টি ২৬. পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা কার পরিচয়ে পরিচিত হয়? ক) মায়ের বংশে খ) পিতার বংশে গ) নানির বংশে ঘ) দাদার বংশে ২৭. পৌরসভার সদস্যরা কীভাবে নির্বাচিত হয়? ক) প্রত্যক্ষ ভোটের মাধ্যমে খ) পরোক্ষ ভোটের মাধ্যমে গ) জেলা পরিষদের চেয়ারম্যান দ্বারা ঘ) উপজেলা সদস্যদের দ্বারা ২৮. কোন পন্থি কমিউনিস্টদের কয়েকটি অংশ মিলিত হয়ে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি গঠিত হয়েছে? ক) ভারত খ) পাকিস্তান গ) মিয়ানমার ঘ) চীন ২৯. সংবিধানের দ্বাদশ সংশোধনীর কারণ কী? ক) উপরাষ্ট্রপতির পদ সৃষ্টি খ) উপরাষ্ট্রপতির পদ বিলুপ্তি গ) মহিলাদের ৪৫ টি সংরক্ষিত আসন ঘ) ইসলামকে রাষ্ট্রধর্ম করা ৩০. বাংলাদেশের শাসনব্যবস্থার সর্বপ্রধান কে? ক) প্রধানমন্ত্রী খ) রাষ্ট্রপতি গ) প্রধান বিচারপতি ঘ) সেনা প্রধান ৩১. আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীরা কোন কারণে ঝরে পড়ে? ক) দরিদ্রতার কারণে খ) মেধাগত দুর্বলতার কারণে গ) সাংস্কৃতিক কারণে ঘ) সামাজিক কারণে ৩২. আমাদের দেশের সন্তানদেরকে কেন তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয়? ক) খাদ্যের অভাবে খ) সামাজিক অপরাধের ভয়ে গ) ভরণপোষণের অভাবে ঘ) অসুস্থতার কারণে ৩৩. বর্তমানে কোন পরিবার গঠনের প্রবণতা বেশি দেখা যায়? ক) যৌথ পরিবার খ) একক পরিবার গ) বহুপতœীক পরিবার ঘ) বহুপতি পরিবার ৩৪. বাংলাদেশের জনসংখ্যাজনিত সমস্যা সমাধানের উপায় কোনটি? ক) বহুমুখী কর্মসংস্থান খ) সম্পদের সুষ্ঠু ব্যবহার গ) নারী শিক্ষার প্রসার ঘ) উপরের সবগুলো ৩৫. বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতির সরকার ব্যবস্থা চালু রয়েছে? ক) একনায়কতান্ত্রিক খ) যুক্তরাষ্ট্রীয় গ) সংসদীয় ঘ) রাষ্ট্রপতি শাসিত ৩৬. এককেন্দ্রিক সরকারের সংগঠন কেমন? ক) সরল প্রকৃতির খ) জটিল প্রকৃতির গ) মিশ্র প্রকৃতির ঘ) দুর্বোধ্য প্রকৃতির ৩৭. এককেন্দ্রিক সরকার কোন রাষ্ট্রের জন্য অধিক উপযোগী? ক) বড় রাষ্ট্রে খ) ভিন্ন কৃষ্টিসম্পন্ন রাষ্ট্রে গ) ছোট রাষ্ট্র ঘ) পুঁজিবাদী রাষ্ট্র ৩৮. সার্ক প্রতিষ্ঠিত হয় সদস্য রাষ্ট্রগুলোর-
×