ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বৃহস্পতিবার বাঘ-সিংহের লড়াই মেলবোর্নে

লঙ্কানদের মোকাবেলায় প্রস্তুত হচ্ছে টাইগাররা

প্রকাশিত: ০৬:২৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

লঙ্কানদের মোকাবেলায় প্রস্তুত হচ্ছে টাইগাররা

মিথুন আশরাফ ॥ জঙ্গলে দূর থেকে বাঘ সিংহের দিকে, সিংহ বাঘের দিকে তাকিয়ে আছে। একটা সময় দুইজনেই দিল দৌড়। সিংহ এগিয়ে আসছে, বাঘও এগিয়ে আসছে। একেবারে সামনে আসতেই একজন আরেকজনের ওপর দিল ঝাপ। শুরু হয়ে গেল লড়াই। একজন আরেকজনকে কেটেছিঁড়ে ফেলছে। পারলে মেরেই ফেলে। শেষপর্যন্ত একটা সময় লড়াই শেষ হয়। দুইজনেই এমন হাঁপিয়ে ওঠে যে দুইদিকে হাঁটা ধরে। ডিসকভারি চ্যানেলে বাঘ-সিংহের লড়াইয়ের এমন রূপ প্রায়ই দেখা যায়। সেই রকম লড়াই আসছে ক্রিকেটেও। বৃহস্পতিবারই বাঘ-সিংহে’র লড়াই দেখা যাবে। তবে জঙ্গলে নয়, মেলবোর্ন ক্রিকেট মাঠে। বাঘ রূপে এবার থাকবেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রুবেলরা। আর সিংহ রূপে থাকবেন ম্যাথুস, সাঙ্গাকারা, জয়াবর্ধনে, দিলশান, মালিঙ্গারা। জঙ্গলে বাঘ-সিংহ লড়াই শেষে যেমন কেউ জয়ী না হয়ে দুই দিকে হাঁটা ধরে, মেলবোর্নে ম্যাচ শেষে মাশরাফি-ম্যাথুসদের অবস্থাও তেমনই হবে। তবে যে কোন একদল জয়ী হয়ে পয়েন্ট কুড়িয়ে নেবে। এ লড়াইয়ে নামতে এরইমধ্যে বাংলাদেশ দল চলে গেছে মেলবোর্নে। বিশ্রামেই কাটাচ্ছে। আজও সেই বিশ্রাম থাকবে। মঙ্গলবার থেকেই নেমে পড়বে প্রস্তুতিতে। শ্রীলঙ্কা দল আজ মেলবোর্নে পৌঁছাবে। আফগানিস্তানের বিপক্ষে রবিবার ম্যাচ খেলায় লঙ্কানদের মেলবোর্ন যাত্রা হবে আজ। লঙ্কানরাও মঙ্গলবার থেকেই নামবে অনুশীলনে। দুই দলই দুই দিনের অনুশীলন শেষে মাঠের লড়াইয়ে নেমে পড়বে। যে লড়াইয়ে কোনভাবে বাংলাদেশ জিতে গেলেই কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখবে। শ্রীলঙ্কার বেলাতেও তাই ঘটবে। এখন বাংলাদেশের পয়েন্ট তালিকায় দুই ম্যাচে ৩ পয়েন্ট যুক্ত আছে। আর শ্রীলঙ্কা ২ ম্যাচের মধ্যে ১টি জেতায় ২ পয়েন্ট পেয়েছে। দুই দলেরই বৃহস্পতিবারের ম্যাচটি হবে এবারের বিশ্বকাপে তৃতীয় ম্যাচ। যে দল জিতবে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে সেই দলই এগিয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিসবেন ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় বাংলাদেশ ১ পয়েন্ট পায়। সেই পয়েন্ট পেয়ে খুশি হওয়ার সঙ্গে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলে দিয়েছিলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি নিয়েই এখন ভাবছি।’ লঙ্কানদের বিপক্ষে জয়ও চান মাশরাফি, ‘সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে জয় অসম্ভব নয়। শ্রীলঙ্কার বিপক্ষে জয় সম্ভব।’ আফগানিস্তানের মতো দলের বিপক্ষে যেখানে বাংলাদেশ ১০৫ রানের বড় ব্যবধানে জিতেছে, সেখানে এবার বিশ্বকাপে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ধরাশায়ী হওয়া শ্রীলঙ্কাকে কষ্ট করেই জয় পেতে হয়েছে। মাত্র ১০ বল বাকি থাকতে জিতেছে শ্রীলঙ্কা। তাও আবার আফগানিস্তানের ছুড়ে দেয়া ২৩২ রান অতিক্রম করতে ৬ উইকেটের পতন ঘটেছে। লঙ্কানরা যেভাবে খেলছে তাতে বাংলাদেশ জয় পেয়েও যেতে পারে। যদি পরপর দুই ম্যাচেই পয়েন্ট পেয়ে যে আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে, তা ধরে রাখা যায়। শ্রীলঙ্কা অধিনায়ক এ্যাঞ্জলো ম্যাথুস অবশ্য আফগানিস্তানের বিপক্ষে যেভাবে জয় আসুক, তা দলের উপকারেই আসবে মনে করছেন। বিশ্বকাপে জয় তো মিলল। এখন এ ধারাবাহিকতা ধরে রাখাই মুখ্য। ম্যাথুস বলেছেন, ‘এ মুহূর্তে জয়টি অনেক নির্বার করে তুলেছে।’ এখন ম্যাথুসও বাংলাদেশকে নিয়েই ভাবতে শুরু করে দিয়েছেন। বলেছেন, ‘জয় মেলাটা অনেক জরুরী ছিল। তা মিলেছে। এখন সামনে যে ম্যাচগুলোই আসবে এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে।’ বাংলাদেশ-শ্রীলঙ্কা বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে হাবুডুবু খাচ্ছিল। বাংলাদেশ যেমন অস্ট্রেলিয়া একাদশ, পাকিস্তান, আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচগুলোতে হেরেছে, শ্রীলঙ্কাও জিম্বাবুইয়ের কাছে হেরেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশ মূল পর্বে তা শুরু থেকেই উতরে নেয়ার ইঙ্গিত দিলেও শ্রীলঙ্কা হাবুডুবুই খেয়েছে। তবে অবশেষে লঙ্কানদের জয় মিলেছে। সেই জয়ই শ্রীলঙ্কাকে এখন পরিবর্তনের হাওয়া ভাসাতে পারে। তবে বাংলাদেশ যে প্রথমবারের মতো বিশ্বকাপে পরপর দুই ম্যাচে পয়েন্ট পেয়েছে সেটি ক্রিকেটারদের আরও চাঙ্গা করে তুলেছে। যে চাঙ্গা ভাব সামনে যে কোন প্রতিপক্ষের জন্যই হুমকি হয়ে দাঁড়াতে পারে। শ্রীলঙ্কা তো বাংলাদেশকে ভালভাবেই চেনে। নির্দিষ্ট দিনে বাংলাদেশ যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তা লঙ্কানদের ভালই জানা। বিশ্বকাপে একটি বড় দলকে বাংলাদেশ হারাতে পারে, সেই সক্ষমতা বরাবরই দেখিয়েছে টাইগাররা। ১৯৯৯ সালে পাকিস্তান, ২০০৭ সালে ভারত, দক্ষিণ আফ্রিকা, ২০১১ সালে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবারের ম্যাচে শ্রীলঙ্কা যে হারবে না, তা কে বলতে পারে। বড় একটি দলকে হারানোর কোঠা লঙ্কানদের বিপক্ষে জয় দিয়েও পূরণ হয়ে যেতে পারে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার মাটিতে আবার প্রথমবারের মতো এ দুই দল মুখোমুখি হবে। এ বিষয়টিও বাংলাদেশের জন্য ইতিবাচকই হয়ে উঠতে পারে। আর তিনদিন পর বাঘ-সিংহে’র লড়াই দেখার অপেক্ষাই এখন থাকল।
×