ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৃপাশরণ মহাস্থবিরের জন্মজয়ন্তী উদযাপন

প্রকাশিত: ০৬:০৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

কৃপাশরণ মহাস্থবিরের  জন্মজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার ॥ নানা আয়োজনে উপমহাদেশে বৌদ্ধ ধর্মের প্রধান প্রচারক কর্মযোগী কৃপাশরণ মহাস্থবিরের ১৫০তম জন্মজয়ন্তী উদযাপিত হয়। রবিবার রাজধানীর কমলাপুরে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে ধর্ম প্রচারক কৃপাশরণের অবদান স্মরণ করা হয়। জাতীয় বৌদ্ধ যুব সমাবেশে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়ে দিনব্যাপী চলে নানা আয়োজন। বৌদ্ধ নবজাগরণের অগ্রদূত কর্মযোগী কৃপাশরণ মহাস্থবিরের ১৫০ তম জন্মজয়ন্তী ও জাতীয় বৌদ্ধ যুব সমাবেশে বক্তারা বলেন, কর্মযোগী কৃপাশরণের হাত ধরেই অবিভক্ত বাংলায় বৌদ্ধ ধর্মের পুনর্জাগরণ ঘটে। বৌদ্ধদের মধ্যে শিক্ষা বিস্তারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কৃশাশরণ চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের গর্ব। তাঁর জীবন থেকে শিক্ষা নেয়ার বহু বিষয় রয়েছে। তিনি ছিলেন একজন কর্মযোগী পুরুষ। এই মহতি পুরুষ বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসারে অসামান্য অবদান রেখেছেন। বাঙালী বৌদ্ধদের ধর্মচর্চার সুবিধার্থে তিনিই বাংলা ভাষায় ত্রিপিটক অনুবাদ করেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস তাঁর বক্তৃতায় বলেন, মানুষ অনেক চেষ্টার পর মানুষ হয়। একমাত্র মানুষকেই বলা হয় মানুষ হতে। যুব সমাজের উচিত মানুষের মতো মানুষ হওয়া, মানবিক বোধে জাগ্রত হয়ে সমাজের উন্নয়নে নিয়োজিত হওয়া। জন্মজয়ন্তী জাতীয় উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ড. রণজিত কুমার বড়ুয়া স্বাগত বক্তব্যে কৃপাশরণের জীবনের নানা কর্মযজ্ঞ তুলে ধরেন। আশীর্বাদ পাঠ করেন আশীবার্দক ড. ধর্মসেন মহাস্থবির।
×