ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘গীতিময়’ সঙ্গীতানুষ্ঠানে সৈয়দ শামসুল হক

প্রকাশিত: ০৬:০২, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

‘গীতিময়’ সঙ্গীতানুষ্ঠানে সৈয়দ শামসুল হক

সংস্কৃতি ডেস্ক ॥ এনটিভিতে আজ সোমবার রাত ৯টায় প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান ‘গীতিময়’। অনুষ্ঠানের আজকের পর্বের আমন্ত্রিত অতিথি প্রখ্যাত গীতিকার দেশ বরেণ্য কবি সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে তাঁর পছন্দের গান পরিবেশন করবেন, শিল্পী ঝিলিক ও বেলাল খান। বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সুরকারদের সৃষ্ট কালজয়ী গানগুলো থেকে নির্বাচিত গান নিয়ে অনুষ্ঠানটি নির্মাণ করা হয়েছে। হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন বাপ্পা মজুমদার। প্রসঙ্গত, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার ও সুরকারদের কালজয়ী সব গান দিয়ে এই অনুষ্ঠানটি সাজানো হয়। নতুন প্রজন্মের শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থাপনায় নতুনভাবে এই গানগুলো সরাসরি স্টুডিওতে ধারণ করা হয়। যেখানে সংশ্লিষ্ট গীতিকার সুরকার সেটে উপস্থিত থাকবেন। গান চলার ফাঁকে ফাঁকে গীতিকার, সুরকারের সঙ্গে আলাপচারিতায় বেরিয়ে আসবে ওই গানের বৈশিষ্ট্য। পরবর্তী পর্যায়ে প্রখ্যাত গীতিকার, সুরকারদের গানও পরিবেশন করা হবে বিভিন্ন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও শিল্পীদের উপস্থিতিতে।
×