ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দুর্নীতির অভিযোগ কলকাতা নেমেই মমতার সফরসঙ্গী শিবাজী পাঁজা গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

দুর্নীতির অভিযোগ কলকাতা নেমেই মমতার সফরসঙ্গী শিবাজী পাঁজা গ্রেফতার

বিডি নিউজ ॥ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে ঢাকা সফর শেষে কলকাতা বিমানবন্দরে নেমেই গ্রেফতার হলেন ব্যবসায়ী শিবাজী পাঁজা। আর্থিক দুর্নীতির অভিযোগে খুঁজছিল দিল্লী পুলিশ তাকে। শনিবার রাতে মমতা ও সফরসঙ্গীরা কলকাতায় পৌঁছানোর পর ইমিগ্রেশন পুলিশ শিবাজী পাঁজাকে গ্রেফতার করে বিমানবন্দর থানায় সোপর্দ করে বলে এনডিটিভির খবরে জানানো হয়। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, চলচ্চিত্র প্রযোজনায় যুক্ত শিবাজী তৃণমূল নেত্রী মমতার অত্যন্ত ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। আর্থিক দুর্নীতির অভিযোগে দিল্লী পুলিশ গত ১৯ ফেব্রুারি তাঁর নামে লুক আউট নোটিস জারি করেছিল। কিন্তু তাঁর আগেই মমতার সঙ্গে ঢাকা চলে আসেন শিবাজী। বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকায় পৌঁছান মমতা। সফরশেষে শনিবার রাতে তারা ফিরে যান। শিবাজীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে ভারতীয় গণমাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে সারদা গ্রুপের হাজার কোটি রুপী কেলেঙ্কারির ঘটনায় পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের চার প্রভাবশালী নেতাকে এ পর্যন্ত গ্রেফতার করেছে সিবিআই, যাদের মধ্যে মুখ্যমন্ত্রী মমতার ঘনিষ্ঠ একাধিক মন্ত্রী আছেন। বিবিসি বাংলার খবরে আরও বলা হয়েছে, গ্রেফতারের পর অসুস্থ হয়ে পড়ায় শিবাজী পাঁজাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার তাকে ব্যারাকপুর আদালতে হাজির করার কথা রয়েছে।
×