ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

দুর্নীতি ॥ চরফ্যাশনে অধ্যক্ষের কক্ষে তালা

প্রকাশিত: ০৪:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

দুর্নীতি ॥ চরফ্যাশনে অধ্যক্ষের কক্ষে তালা

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ভোলা, ২২ ফেব্রুয়ারি ॥ ভোলার চরফ্যাশনের পূর্ব ওমরাবাজ আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ওমর ফারুকের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে তার কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে ক্ষুদে ছাত্র, অভিভাবকরা। রবিবার সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। এলাকার লোকমান হোসেন অভিযোগ করেন, অধ্যক্ষ ওমর ফারুক শিক্ষক নিয়োগ বাণিজ্য, দুর্নীতি ও অনিয়ম করে তার স্বজনদের নিয়োগ দিয়েছেন। লোকমানের পিতা মোঃ আবুল কালাম আজাদ ওই মাদ্রাসার শিক্ষক ছিলেন। গত নবেম্বর মাসে তিনি অবসরে যান। তার পিতার শূন্য পদে নিয়োগ পেতে তিনি বন ও পরিবেশ উপমন্ত্রীর সুপারিশসহ আবেদন করলে অধ্যক্ষ নিয়োগদানের আশ্বাস দিয়ে মাদ্রাসার গৃহ নির্মাণের জন্য ২ লাখ টাকা নেন। পরে তাকে নিয়োগ না দিয়ে ওই পদে অধ্যক্ষের ফুফাত শালা নুরনবীকে অনিয়ম করে গোপনে নিয়োগ দিয়েছেন। জাহানপুর ইউপি চেয়ারম্যান ঘটনার সততা নিশ্চিত করে বলেন, গোপনে শিক্ষক নিয়োগ দেয়ায় এলাকার ছাত্র, অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের কক্ষের তালা ঝুলিয়ে দিয়েছে। এ ব্যাপারে অধ্যক্ষর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার ফোনটি বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি।
×