ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩০ বছরে ৪শ’ বিয়ে দিয়েছেন কুড়িগ্রামের ঘটক মোহাম্মদ

প্রকাশিত: ০৪:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

৩০ বছরে ৪শ’ বিয়ে দিয়েছেন কুড়িগ্রামের ঘটক মোহাম্মদ

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ মোহম্মদ আলী, পিতা-মৃত ফারাতুল্লা শেখ, গ্রাম রসুলপুর, ইউনিয়ন ভিতরবন্দ, উপজেলা নাগেশ্বরী, জেলা কুড়িগ্রাম। স্ত্রী ও ৫ সন্তান নিয়ে একটি ছোট জীর্ণকুটিরে বাস। দীর্ঘ ৩০ বছরে ঘটকালী করে ৪০০টি বিয়ে দেয়ার রের্কড করেছেন তিনি। মোহাম্মদ আলী জানান, ৪০০টির মধ্যে ২৮১টি নিতান্তই গরীব পাত্র-পাত্রী। তাদের কাছে কোন বকশিস নেইনি। বাকিগুলোর ক্ষেত্রে দিন মজুরী হিসেবে ২শ’ টাকা। এছাড়া অনেকে খুশি হয়ে ৫শ’ থেকে ১ হাজার টাকা বকশিশ দেন। ৫শ‘ বিয়ের ঘটকালী করবেন বলে তার জীবনের লক্ষ্য স্থির করেছেন মোহাম্মদ আলী। তার বিশ্বাস ৫শ’ বিয়ের ঘটকালী করলে আল্লাহ তাকে বেহেস্ত দান করবেন। তার ঘটকালী করা বিয়ে ভেঙ্গে যাওয়ার খবর পেলে সে একদিন রোজা রেখে পাপমোচন করেন। মোহম্মদ আলী একজন বিচিত্র পেশার মানুষ। ঘটকালীর পাশাপাশি কখনও ছাতা মেরামত, কখনও ভাঙ্গা হাড়িপাতিল জোড়াতালী দেয়া, শিলপাটা কোটা, নারিকেল গাছে উঠে পরিষ্কার গ্রামে গ্রামে ঘুরে পুরাতন লোহা জাতীয় দ্রব্য কিনে সে জীবিকা নির্বাহ করে। ব্যক্তিগত জীবনে প্রথম স্ত্রীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ে করেছে।
×