ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আহত ১৫

সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজাসহ নিহত চার

প্রকাশিত: ০৪:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজাসহ নিহত চার

জনকণ্ঠ ডেস্ক ॥ শনিবার রাতে ও রবিবার বরিশাল, ফটিকছড়ি ও নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে চাচা-ভাতিজাসহ চারজন। আহত হয়েছে ১৫ জন। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : বরিশাল ॥ জেলার গৌরনদী-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়ার জোবারপাড় নামকস্থানে শনিবার রাতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও রাজিহার-ঘোষেরহাট সড়কের রাজিহার নামকস্থানে বার্থী এলাকায় অপর সড়ক দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে। নিহতরা হলেন- মোটরসাইকেল চালক তাপস ঢালী (৫০) ও সায়েম সরদার (২০)। তাদের বাড়ি মুলাদী উপজেলা সদরে। ফটিকছড়ি ॥ চট্টগ্রাম-নাজিরহাট-খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট দরগাহ গেট সংলগ্ন এলাকায় শনিবার রাতে এক সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ ইদ্রিচ মিয়া (৬৫) ও মুহাম্মদ ওসমান (৪০) নামে চাচা-ভাতিজা ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। সিএনজি অটোরিক্সা ও টেম্পোর মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ডাইনজুরি এলাকার জনৈক সোনা মিয়ার পুত্র মুহাম্মদ ইদ্রিচ ও একই পরিবারের ফুল মিয়ার পুত্র মুহাম্মদ ওসমান। নারায়ণগঞ্জ ॥ রবিবার সকাল ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কে আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি কেমিক্যালবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে ১৫ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠায়।
×