ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরাকে আরও ৪০ জনকে পুড়িয়ে মেরেছে আইএস

প্রকাশিত: ০৪:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

ইরাকে আরও ৪০ জনকে পুড়িয়ে মেরেছে আইএস

ইরাকের পশ্চিমাঞ্চলের প্রদেশ আনবারে অন্তত ৪৩ জনকে জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গীরা। প্রাদেশিক নিরাপত্তা সূত্র শনিবার এ তথ্য জানায়। গত দশ দিনে ইরাকের আইএস জঙ্গীরা আরও প্রায় ৭০ জনকে পুড়িয়ে হত্যা করেছে। কয়েক দিন আগে আইএস জঙ্গীরা আল-বাগদাদী শহরের আলবু-ওবেঈদ সুন্নি গোষ্ঠীর ৪৩ ব্যক্তিকে ধরে নিয়ে যায় বলে বার্তা সংস্থা সিনহুয়া খবর প্রকাশ করে। ধরে নিয়ে যাওয়া ওই ব্যক্তিরা স্থানীয় পুলিশ ও আধাসামরিক বাহিনী সাহওয়া ফাইটার্স দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। ওই ব্যক্তিদের অপহরণের পর আইএস নিয়ন্ত্রিত শহর হেতে নিয়ে যাওয়া হয়। সূত্র জানায়, ওই ব্যক্তিদের একটি লোহার খাঁচায় পুরে জীবন্ত পুড়িয়ে মারা হয়। গত কয়েক দিন ধরে আইএস জঙ্গীরা আল-বাগদাদী শহর এবং পাশের এইন আল-আসাদ বিমান ঘাঁটিতে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে। এইন আল-আসাদ বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের কয়েক শ’ নৌসেনা অবস্থান করছে। তারা সেখানে অবস্থান করা ইরাকের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ ও পরামর্শ দেয়ার কাজে নিয়োজিত রয়েছেন। যদিও নিরাপত্তা বাহিনী ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার কারণে এইন আল-আসাদ বিমান ঘাঁটিতে আইএস জঙ্গীরা তেমন সুবিধা করতে পারছে না। কিন্তু আল-বাগদাদী শহরে প্রচণ্ড যুদ্ধ চলছে। জঙ্গীরা কয়েক ডজন পুলিশ ও সাহওয়া ফাইটার্স সদস্যদের বাড়িতে হামলা চালিয়ে তাদের অবরুদ্ধ করে রেখেছে। -ওয়েবসাইট
×