ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিশুদের ওপর এমন হামলা যেন আর না হয় ॥ মালালা

প্রকাশিত: ০৪:১৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৫

শিশুদের ওপর এমন  হামলা যেন আর  না হয় ॥ মালালা

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ও নারী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই শনিবার বলেছেন, পেশোয়ারে আর্মি পাবলিক স্কুলে (এপিএস) জঙ্গীদের হামলায় বেঁচে যাওয়া জীবিতদের প্রতি পাকিস্তানের কর্তৃপক্ষ অঙ্গীকার ব্যক্ত করা উচিত যে, এ ধরনের নৃশংস ঘটনা আর কখনও পুনরাবৃত্তি হবে না। পাকিস্তানের সন্ত্রাসে হতাহতদের পরিবারের সদস্যদের একাত্মবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সিটিজেন ফর ডেমোক্র্যাসি (সিএফডি) আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও লিঙ্কে তিনি বক্তব্য রাখছিলেন। তিনি বলেন, এ প্রতিশ্রুতিটুকুই কেবল তারা আমাদের দিতে পারে। খবর এক্সপ্রেস ট্রিবিউন। ২০১৪ সালে মালালার সঙ্গে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত ভারতের কৈলাস সত্যার্থী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, পেশোয়ারের শিশুদের ওপর যে নৃশংস ঘটনা ঘটেছে তা বিশ্বের আর কোন শিশুদের ওপর যেন না ঘটে।
×