ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে পেট্রোল বোমা ও ককটেল হামলায় দগ্ধ ২ আহত ৫

প্রকাশিত: ০৭:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০১৫

রাজধানীতে পেট্রোল বোমা ও ককটেল হামলায় দগ্ধ ২ আহত ৫

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে শনিবার রাতে মধুবাগের হাতিরঝিল সংলগ্ন পুলিশ ফাঁড়ির সামনে পেট্রোলবোমায় দু’পথচারী দগ্ধ হয়েছে। আর আজিমপুর ও প্রেসক্লাব এলাকায় ককটেল বিস্ফোরণে চার শিক্ষার্থীসহ পাঁচজন আহত হয়েছে। দগ্ধ ও আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পেট্রোলবোমায় দগ্ধরা হলেন নূর মোহাম্মদ (২২) ও তাঁর শ্যালক পলাশ (৯)। আর আজিমপুরের ঘটনায় আহত হয়েছে লিমা (১৭), এ্যানি (১৯), ঐশী (১৮) ও লাবণী (১৯)। প্রেসক্লাব এলাকায় আহত হন মোঃ বাবুল মিয়া (৪০) নামের একজন রিক্সাচালক। রাজধানীর আজিমপুর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহতরা হলেন লিমা (১৭), অ্যানি (১৯), ঐশী (১৮) ও লাবণী (১৯)। তাঁদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তাঁরা সবাই ইডেন কলেজের ছাত্রী এবং আবাসিক হলে থাকেন। এদিকে, শনিবার রাত সাড়ে ৯টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ সময় এক রিক্সাচালক আহত হন।
×