ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পাক মাদ্রাসায় সৌদি সাহায্য নিয়ে দু’দেশের সম্পর্কে টানাপোড়েন

প্রকাশিত: ০৬:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০১৫

পাক মাদ্রাসায় সৌদি  সাহায্য নিয়ে  দু’দেশের সম্পর্কে  টানাপোড়েন

পাকিস্তান ও সৌদি আরব দীর্ঘদিন ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ থাকলেও চরমপন্থার মূল কারণের বিরুদ্ধে লড়াই চালানোর ইসলামাবাদের নতুন অঙ্গীকারের ফলে উপসাগরীয় দেশটি বিরল সমালোচনার মুখে পড়েছে। দুই দেশেরই সংখ্যাগরিষ্ঠ জনসমষ্টি সুন্নী মুসলিম। তাদের মধ্যে অভিন্ন ইসলামী ধর্মীয় বন্ধন, তেলসমৃদ্ধ সৌদি আর্থিক সাহায্য এবং রাজতন্ত্রের দেশটিতে পাকিস্তানী সামরিক সহায়তার সম্পর্ক রয়েছে। তবে, গত ডিসেম্বরে পেশোয়ারের একটি স্কুলে তালেবানের হত্যাযজ্ঞে ১৫০ জনেরÑ যাদের অধিকাংশই শিশু মৃত্যুর ঘটনার পর সরকার জঙ্গীদের বিরুদ্ধে অভিযান শুরু করে এবং ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কঠোর নিয়ন্ত্রণের মধ্যে আনার কথাবার্তা শুরু হয়। -এএফপি।
×