ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অমর্ত্য সেনের সিদ্ধান্ত নালন্দার জন্য দুঃখজনক ॥ সুগত

প্রকাশিত: ০৬:৩৩, ২২ ফেব্রুয়ারি ২০১৫

অমর্ত্য সেনের সিদ্ধান্ত নালন্দার জন্য  দুঃখজনক ॥ সুগত

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ও নালন্দা বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য প্রফেসর সুগত বসু জানান, নালন্দা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে অমর্ত্য সেনের দ্বিতীয় মেয়াদে থাকার সিদ্ধান্ত থেকে সরে আসা খুবই দুঃখজনক ঘটনা। শুক্রবার তিনি জানান, বৃহস্পতিবার আমি প্রফেসর সেনের চিঠি পেয়েছি। আমরা সবাই তাঁর নেতৃত্বের ধারাবাহিকতা আশা করছি সেপ্টেম্বরে ক্লাস শুরু হয়েছে ও নির্মাণাধীন ভবন তৈরিও শুরু হয়ে গেছে। খবর দ্য হিন্দু। প্রফেসর বসু জানান, ২০১৫ সালের জানুয়ারি মাসে গভর্নিং বডি নোবেল বিজয়ী প্রফেসর অমর্ত্য সেনকে দ্বিতীয় মেয়াদে চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেয়। তবে সরকার এটা অমীমাংসিত রেখে দেয়। সুগত বসু বলেন, অমর্ত্য সেনের দ্বিতীয় মেয়াদে চ্যান্সেলরের দায়িত্ব না নেয়ার সিদ্ধান্ত খুবই মর্যাদাজনক পদক্ষেপ। ১৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির কাছে লেখা এক চিঠিতে প্রফেসর সেন বলেন, আগামী জুলাই মাসের পর সরকার আমাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে চাইছে না এটা জানার পর আমার জন্য এই সিদ্ধান্ত না নেয়া ছিল কঠিন। চ্যান্সেলর হিসেবে তাঁর তিন বছরের মেয়াদ জুলাইতে শেষ হবে। প্রফেসর বসু নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভাইয়ের পৌত্র বলেন, তাঁর চিঠিতে লেখা মতামত অবশ্যই গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।
×