ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভেনিজুয়েলায় বিরোধী দলীয় মেয়র আটকে রাজনৈতিক উত্তেজনা

প্রকাশিত: ০৬:৩২, ২২ ফেব্রুয়ারি ২০১৫

ভেনিজুয়েলায় বিরোধী দলীয় মেয়র আটকে রাজনৈতিক উত্তেজনা

ভেনিজুয়েলায় সমাজতন্ত্রী সরকার কারাকাসের বিরোধীদলীয় মেয়রকে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতারের পর রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশগুলো শুক্রবার এ উত্তেজনার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে। খবর এএফপির। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে বেশকিছু বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেয়ার অভিযোগে গত বছর গ্রেফতার করা হয় বিরোধীদলীয় ব্যক্তিত্ব লিওপোন্ডো লোপেজকে। যে ঘটনার প্রায় এক বছর পর গোয়েন্দা সংস্থা বৃহস্পতিবার দিনশেষে মেয়র আন্দোলিও লেদেজমাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। সরকারের বিরুদ্ধে তৃতীয় তীব্র সমালোচক বহিষ্কৃত পার্লামেন্ট সদস্য ম্যারিয়া ম্যাশাডোর বিরুদ্ধে তদন্ত চলছে। তাঁর বিরুদ্ধে মাদুরোকে হত্যা করার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, লেদেজমাকে (৫৯) রামো ভার্দে কারাগারে রাখা হবে। রাজধানীর উপকণ্ঠে এ কারাগারেই বন্দী রয়েছেন লোপেজ। বিরোধী নেতা হেনরিক ক্যাপ্রিলেস লেদেজমার বিরুদ্ধে কথিত অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
×