ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আইসিবির ফান্ডগুলোর মেয়াদ আবারও বাড়ছে

প্রকাশিত: ০৬:২৭, ২২ ফেব্রুয়ারি ২০১৫

আইসিবির ফান্ডগুলোর মেয়াদ  আবারও বাড়ছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্রায়ত্ত বিনিয়োগপ্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ফান্ডগুলোর মেয়াদ শেষ হতে চললেও এখনই অবলুপ্ত হচ্ছে না। আইন অনুযায়ী এসব ফান্ডের অবলুপ্তির ৯০ দিন আগে ঘোষণা দিতে হয়। কিন্তু প্রতিষ্ঠানটি এমন ঘোষণা এখনও দেয়নি। অনেকে বলছেন, মিউচ্যুয়াল ফান্ডের অবলুপ্তি বা অবসায়নের নীতিমালা মানছে না রাষ্ট্রায়ত্ত বিনিয়োগপ্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুুযায়ী, আগামী ৩১ মার্চ আইসিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ শেষ হওয়ার কথা। আর মূল্য সংবেদনশীল তথ্য হিসাবে অবসায়নে যাওয়া মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বন্ধের কমপক্ষে ৯০ দিন আগে ইউনিটহোল্ডারদের জানানোর বাধ্যবাধকতা রয়েছে সংশ্লিষ্ট বিধিমালায়। তবে নির্ধারিত সময়ের দেড় মাস পেরিয়ে গেলেও অবসায়নের বিষয়ে কোনো তথ্য দেয়নি আইসিবি। এদিকে অবসায়ন প্রক্রিয়ায় যাওয়ার পরিবর্তে আবারো আইসিবি সিরিজের মেয়াদি আট মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ ১০ বছর করে বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকারের বিনিয়োগ প্রতিষ্ঠানটি। সম্প্রতি এ বিষয়ে একটি লিখিত প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠিয়েছে তারা। এ নিয়ে ষষ্ঠবারের মতো ফান্ডগুলোর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করল প্রতিষ্ঠানটি। এর আগে গত অক্টোবরেও আইসিবির পক্ষ থেকে ফান্ডগুলোর মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সে মাসের ২৯ তারিখের কমিশন সভায় আইসিবির প্রস্তাব নাকচ করে দেন নিয়ন্ত্রকরা। তবে বিশেষ বিবেচনায় প্রতি তিন মাস পর পর মোট দুই বছরে আটটি ফান্ড পর্যায়ক্রমে বিলুপ্ত করার নির্দেশ দেয়। ওই নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মার্চ আইসিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ শেষ হওয়ার কথা। এর পর চলতি বছর পর্যায়ক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ আইসিবি মিউচ্যুয়াল ফান্ড যথাক্রমে ৩০ জুন, ৩০ সেপ্টেম্বর এবং ৩১ ডিসেম্বরে বিলুপ্ত করার নির্দেশ রয়েছে। একইভাবে ২০১৬ সালে বাকি চারটি ফান্ডও বিলুপ্ত করতে বলা হয়েছে। অবশ্য বিদ্যমান আইনানুযায়ী, সংখ্যাগরিষ্ঠ ইউনিটহোল্ডার চাইলে ফান্ডগুলোকে বেমেয়াদিতে রূপান্তরের সুযোগও নিতে পারবেন। আইসিবি পরিচালিত প্রথম আটটি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। তবে অবসায়ন অথবা রূপান্তর নীতিমালা অনুযায়ী, মূল্য সংবেদনশীল তথ্য হিসাবে লেনদেন বন্ধের ৯০ দিন আগে ইউনিটহোল্ডারদের জানানোর বাধ্যবাধকতা রয়েছে। এ হিসেবে চলতি বছরের ১ জানুয়ারিতে আইসিবি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বন্ধের ঘোষণা আসার কথা ছিল।
×