ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সোহানের চলচ্চিত্রে তিন নবাগত

প্রকাশিত: ০৫:৪২, ২২ ফেব্রুয়ারি ২০১৫

সোহানের  চলচ্চিত্রে তিন  নবাগত

স্টাফ রিপোর্টার ॥ আবারও তিন নবাগতকে নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক সোহানুর রহমান সোহান। এর আগে সালমান শাহ, মৌসুমী, শাকিব খান, অমিত হাসানদের জনপ্রিয় অনেক নায়ক-নায়িকা চলচ্চিত্রজগতে এসেছেন চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে। তার নতুন চলচ্চিত্রে নাম ‘অবলা নারী ওয়াও বেবী ওয়াও!’। আর এই চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আসছেন নতুন মুখ শ্রাবণ খান, মারিয়া ও তুর্কি ইমরান। বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসির ৮ নম্বর ফ্লোরে এ নতুন চলচ্চিত্রের মহরত হয়। মহরত অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু চলচ্চিত্রটির মহরত ঘোষণা করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও এফডিসির ব্যবস্থাপনা পরিচালক এসএম হারুন অর রশিদ, বাংলাদেশ চলচ্চিত্র গ্রাহক সংস্থার সভাপতি রেজা লতিফ, এডিটরস গিল্ডের সভাপতি আবু মুসা দেবু, পরিচালক সমিতির মহাসচিব মুসফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান প্রমুখ। মহরত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আশা করব সোহান এমন একটি চলচ্চিত্র দর্শকদের উপহার দেবে, যা দেখে আমাদের সমাজের অবলা নারীরা ঘুরে দাঁড়ানো শিখবে। নতুন এ চলচ্চিত্র প্রসঙ্গে পরিচালক সোহানুর রহমান সোহান বলেন, একটি সামাজিক ও রোমান্টিক ঘরানার চলচ্চিত্র হবে ‘অবলা নারী’। চলচ্চিত্রটিতে তুলে ধরা হবে এই সমাজের কিছু বাস্তব চিত্র। মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি প্রযোজিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করছেন নায়িকা সোনিয়া, নাহিদ, ডিজে সোহেল, ডন, শার্মিন, রিয়া, আজাদ প্রমুখ।
×