ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অস্কার আসর বসছে কাল

প্রকাশিত: ০৫:৪১, ২২ ফেব্রুয়ারি ২০১৫

অস্কার আসর বসছে কাল

সংস্কৃতি ডেস্ক ॥ বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার বিতরণী অনুষ্ঠান ‘অস্কার’ এর ৮৭তম আসর বসছে কাল। যুক্তরাষ্ট্রের লস এ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় ২৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে অস্কারের আসর। ২২৫টিরও বেশি দেশে এবার এই একাডেমি এ্যাওয়ার্ডসের অনুষ্ঠান সরাসরি দেখানো হবে। এবারের আয়োজন উপস্থাপনা করবেন হলিউড অভিনেতা নীল প্যাট্রিক হ্যারিস। এর মাধ্যমে টিভি কমেডি শো ‘হাউ আই মিট ইউর মাদার’-এর এই তারকার এমন অভিজ্ঞতা হবে প্রথমবার। এদিকে অস্কার অনুষ্ঠান আয়োজন স্থান ডলবি থিয়েটার এলাকায় বোমা আতঙ্ক রটেছিল। কারণ এর আশপাশ লোকারণ্য থাকে দিনের বেশিরভাগ সময়। ব্যস্ত এই এলাকা বোমাতঙ্কের কারণে হঠাৎ থমকে গিয়েছিল। পরে অবশ্য তা গুজব প্রমাণিত হয়। জানা যায় গত ১৯ ফেব্রুয়ারি হলিউড এ্যান্ড হাইল্যান্ডে বেপরোয়া গাড়ি চালানোর কারণে এক ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। সেখান থেকে অস্কারের ভেন্যু ডলবি থিয়েটার বেশিদূর নয়। জানা গেছে, প্রোপেন ট্যাঙ্ক বহন করছিলেন ওই ব্যক্তি। পুলিশকে তিনি আরও জানান, তার গাড়ির ট্রাঙ্কে বিস্ফোরক দ্রব্য রয়েছে! এরপর তদন্তের জন্য তাকে হাজতে নিয়ে যাওয়া হয়। যদিও লসএ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের একজন মুখপাত্র গণমাধ্যমকে নিশ্চিত করে, তদন্তে কোন বিস্ফোরক দ্রব্যের আলামত মেলেনি। জানা গেছে এ বছর সেরা চলচ্চিত্রের বিভাগে জমা পড়েছিল সব মিলিয়ে ৩২৩টি চলচ্চিত্র। গতবার এ সংখ্যা ছিল ২৮৮। বিদেশি ভাষার চলচ্চিত্রের বিভাগে জমা পড়েছিল ৮৩টি। একাডেমির ৬ হাজার ১২৪ ভোটার বিজয়ীদের নির্বাচন করেছেন। ২০০৯ সালে প্রথমবার অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছিল দশটি চলচ্চিত্র। ২০১২ থেকে ২০১৪ সালে নয়টি চলচ্চিত্র মনোনীত হয়। কিন্তু এবার সেই সংখ্যা নেমে এসেছে আটে। ৯টি করে মনোনয়ন পেয়েছে ‘বার্ডম্যান’ ও ‘দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল’। আটটি বিভাগে মনোনীত হয়েছে ‘দ্য ইমিটেশন গেম’। এবার ২৪টি শাখার বিজয়ীদের দেয়ার জন্য বানানো হয়েছে অর্ধশত অস্কার-মূর্তি। এর উচ্চতা ১৩.৫ ইঞ্চি, ওজন ৮.৫ পাউন্ড। এ নিয়ে ১৯বার মনোনয়ন পেলেন মেরিল স্ট্রিপ।
×