ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ায় অমর একুশে পালন

প্রকাশিত: ০৫:৩৯, ২২ ফেব্রুয়ারি ২০১৫

যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ায়  অমর একুশে পালন

তৈয়বুর রহমান টনি, নিউইয়র্ক থেকে ॥ রাত ১২টা ১ মিনিটে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করে। মহান একুশের শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আকতার হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সহসভাপতি সৈয়দ বশারত আলী, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, জনসংযোগ বিষয়ক সম্পাদক কাজী কয়েস আহমদ, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান টুকু, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, শেফু রহমান, আবুল হোসেন, টিটু রহমান, মোঃ আব্দুল হামিদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মিয়া, শাহীন আজমল শাহিন, সিটি আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা মুর্শেদা কাকন, মহিলা আওয়ামী লীগ নেত্রী নার্গিস আহমেদ বিউটি, নাফিজা আক্তার সাথী, মিনা ইসলাম, যুবলীগের সভাপতি মিসবাহ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আলম, কৃষক লীগ সভাপতি হাজী নিজাম, সাধারণ সম্পাদক আলী আক্কাস, স্বেচ্ছাসেবক লীগের নুরুজ্জমান সরদার, শাখাওয়াত বিশ্বাস, দুরুদ মিয়া রনেল, ছাত্রলীগ সভাপতি এ জেড জয় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মিয়া। সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, একুশের চেতনায় উদ্বুদ্ধ স্বাধীনতাবিরোধীদের সন্ত্রাসী কর্মকা-ের বিরুদ্ধে সোচ্চার থেকে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার শপথ করান। অস্ট্রিয়া ॥ ভিয়েনা থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অসাম্প্রদায়িক চেতনায় নিজেদের শাণিত করে পরম শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করল অস্ট্রিয়া প্রবাসী বাঙালীরা। রাজধানী ভিয়েনার সুলগাসে অস্থায়ীভাবে নির্মিত শহীদ বেদিতে শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১ মিনিটে (বাংলাদেশ সময় একুশের প্রথম প্রহরে) অস্ট্রিয়া প্রবাসী বাঙালীরা পুষ্পাঞ্জলি অর্পণ করেন। এতে প্রবাসী বাঙালীদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পুষ্পাঞ্জলি অর্পণের পর সাড়ে সাতটায় ভিয়েনার পিজারিয়া কাবালু ভিয়ানকোর হলরুমে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ অস্ট্রিয়া আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন, সামছুল ইসলাম, রুহী দাস সাহা, এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন প্রমুখ। -বিজ্ঞপ্তি
×