ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিবেশবান্ধব পানি সরবরাহে ঢাকা ওয়াসা-র্ডপ চুক্তি

প্রকাশিত: ০৪:০৫, ২১ ফেব্রুয়ারি ২০১৫

পরিবেশবান্ধব পানি সরবরাহে ঢাকা  ওয়াসা-র্ডপ চুক্তি

ঢাকা ওয়াসার ‘পরিবেশবান্ধব পানি সরবরাহ প্রকল্প’ (গান্ধর্বপুর পানি শোধনাগার) বাস্তবায়নের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ ও স্থানান্তরের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, জীবিকায়ন ও আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচী পরিচালনার লক্ষ্যে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দ্য রুরাল পুওরের (র্ডপ) সঙ্গে সম্প্রতি ঢাকা ওয়াসা কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান এবং র্ড্পের প্রতিষ্ঠাতা এএইচএম নোমান চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী র্ড্প প্রকল্প এলাকায় (গান্ধর্বপুর, আড়াইহাজার ও রূপগঞ্জ, নারায়ণগঞ্জ ও ডেমরা এবং বারিধারা) সচেতনতা বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট কাজ বাস্তবায়ন, ভূমি অধিগ্রহণ ও স্থানান্তরের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন, জীবিকায়ন ও আয় বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়ন করবে।-বিজ্ঞপ্তি
×