ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রামে আওয়ামী লীগের গণমিছিল

প্রকাশিত: ০৪:০১, ২১ ফেব্রুয়ারি ২০১৫

নৈরাজ্যের বিরুদ্ধে চট্টগ্রামে আওয়ামী লীগের গণমিছিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশে আন্দোলনের নামে চলমান সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে শুক্রবার চট্টগ্রামে এমপি এমএ লতিফের উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র ঘোষিত এই গণমিছিলে যোগ দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা। কাস্টম হাউস সম্মুখ থেকে সকালে মিছিলটি বের হয়ে তা বারিক বিল্ডিং চত্বরে এলে গণসমাবেশে রূপ নেয়। চট্টগ্রাম বন্দর-পতেঙ্গা আসনের প্রত্যেকটি ওয়ার্ড থেকে কেন্দ্রীয় এবং ওয়ার্ড নেতৃবৃন্দের নেতৃত্বে বিএনপি-জামাতের নৃশংসতা ও সন্ত্রাস বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ব্যানার-ফেস্টুন প্রদর্শন করে এবং জাতীয় পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত মিছিল কাস্টম মোড়ে এসে সমবেত হয়। গণসমাবেশে ক্ষমতালোভী খালেদা জিয়া নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান দেয়া হয়। গণমিছিল শেষে বারিক বিল্ডিং চত্বরে গণসমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারাকে নস্যাৎ করতে বিএনপি-জামাত ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ষড়যন্ত্র রুখতে জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ চরম প্রতিরোধ গড়ে তুলবে। গণমিছিলে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, ইপিজেড থানা আওয়ামী লীগের আহ্বায়ক হারুন-উর-রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শফিউল আলম, কেন্দ্রীয় যুবলীগ সদস্য দেবাশীষ পাল দেবু, সাবেক কাউন্সিলর মোঃ আসলাম ও মোঃ জয়নাল, লবণ শ্রমিক লীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, আওয়ামী লীগ নেতা সেলিম রেজা, সেলিম দোভাষ, একেএম ফজলুল হক ফজল, ওয়াহিদুল আলম প্রমুখ।
×