ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিভিন্ন স্থানে একুশে বইমেলার উদ্বোধন

প্রকাশিত: ০৩:৫৮, ২১ ফেব্রুয়ারি ২০১৫

বিভিন্ন স্থানে একুশে বইমেলার উদ্বোধন

জনকণ্ঠ ডেস্ক ॥ বরিশাল, ঈশ্বরর্দী, দূর্গাপুর ও নাটোরে একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার। বরিশাল ॥ পাঁচ দিনব্যাপী বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে ইতোমধ্যে গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাহিলাড়া ইউনিয়ন ও মাহিলাড়া ডিগ্রী কলেজের যৌথ আয়োজনে বইমেলা উপলক্ষে গোটা এলাকাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। ঈশ্বরদী ॥ শুক্রবার বিকেলে রাজাপুর হাইস্কুলের মূলাডুলি মাঠে ৬ দিনব্যাপী ১৬তম একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে। একুশে গ্রন্থাগার আয়োজিত মেলা মাঠের উন্মুক্ত মঞ্চে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। দুর্গাপুর ॥ দুর্গাপুরে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে। নাটোর ॥ নাটোরে শুরু হয়েছে অমর একুশে বই মেলা। শুক্রবার বিকেলে শহরের কানাইখলি মাঠে অমর একুশে বই মেলার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
×