ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গ্রীষ্মম-লীয় রোগ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বান

প্রকাশিত: ০৩:৫৪, ২১ ফেব্রুয়ারি ২০১৫

গ্রীষ্মম-লীয় রোগ প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার  আহ্বান

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেঙ্গু জ্বর, কুষ্ঠ ও নিদ্রাহীনতাসহ ১৭টি অবহেলিত গ্রীষ্মম-লীয় রোগের মোকাবেলায় কয়েক শ’ কোটি ডলার বিনিয়োগ করার জন্য রাষ্ট্রসমূহের প্রতি আহ্বান জানিয়েছে। এসব রোগে প্রতিবছর বিশ্বে ৫ লাখ লোকের মৃত্যু হয়। বৃহস্পতিবার সংস্থাটি বলেছে, ১৪৯টি দেশের ১৫০ কোটি লোক এসব রোগে আক্রান্ত হয়। ডাব্লিউএইচও অতিরিক্ত বিনিয়োগের ওপর জোর দিয়ে বলেছে, এতে প্রাণরক্ষা পাবে। খবর এএফপির। শারীরিক অক্ষমতা ও রোগ যন্ত্রণা দূর হবে এবং উৎপাদনশীলতা বাড়বে। সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান বলেন, ‘এক্ষেত্রে জাতীয় সরকারগুলোর বর্ধিত বিনিয়োগ মানবিক দুর্দশা লাঘব, অর্থনৈতিক মুনাফা আরও সমভাবে বণ্টন এবং জনসাধারণকে দীর্ঘদিনের দারিদ্র্য থেকে মুক্ত করবে।’ সংস্থার অবহেলিত গ্রীষ্মম-লীয় রোগ নিয়ন্ত্রণ দফতরের প্রধান ডার্ক এঙ্গেলস জেনেভায় সাংবাদিকদের বলেন, আফ্রিকা মহাদেশেই এসব রোগের ব্যাপক প্রাদুর্ভাব ঘটে থাকে। যেখানে বহু লোক একাধিক রোগে আক্রান্ত হয়। আফ্রিকার সাহারাসন্নিহিত অঞ্চলের প্রায় ৪৫ কোটি লোকের এসব রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে।
×