ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকায় মাঝারি বৃষ্টি, আকাশ দিনভর মেঘাচ্ছন্ন

প্রকাশিত: ০৮:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকায় মাঝারি বৃষ্টি, আকাশ দিনভর মেঘাচ্ছন্ন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীসহ দেশের অনেক স্থানে বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। আজ শুক্রবারও দেশের অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে। দেশের সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফেব্রুয়ারি শেষের দিকে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দু’একটি বজ্রঝড় হতে পারে। মার্চে বয়ে যাবে তাপপ্রবাহ কালবৈশাখীও বজ্রঝড় হতে পারে। আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে। বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজধানীতে বুধবার রাতে ঝড়োবৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার দিনভর রাজধানীর আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বইতে থাকে ঠা-া বাতাস। থেমে থেমে বিদ্যুত চমকাতে থাকে। টিপটিপ বৃষ্টি ঝরছিল মাঝে মধ্যেই।
×