ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে অযতেœ পড়ে আছে শহীদ মিনার

প্রকাশিত: ০৬:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০১৫

কিশোরগঞ্জে অযতেœ পড়ে আছে শহীদ মিনার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ১৯ ফেব্রুয়ারি ॥ জেলায় বায়ান্নের ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনের জন্য নির্মিত শহীদ মিনার অযতœ-অবহেলায় পড়ে রয়েছে। কিশোরগঞ্জ টেক্সটাইল মিলের বিপরীতে পশ্চিম পার্শ্বে অবস্থিত এই শহীদ মিনারটি দীর্ঘদিন ধরে ব্যবহার উপযোগী না থাকায় এখানে ঝোপ-ঝাড়ে পরিণত হয়েছে। এটি ব্যবহার উপযোগী করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার দাবি জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে টেক্সটাইল মিলের শ্রমিকরা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এটি নির্মাণ করেন। পরে এখানে কয়েক বছর ২১ ফেব্রুয়ারিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। কিন্তু পরবর্তীতে টেক্সটাইল মিল বন্ধ হয়ে যাওয়ায় শহীদ মিনারটি আর রক্ষণাবেক্ষণে কেউ উদ্যোগ নেয়নি। মানবাধিকার কর্মী এ.এফএম আহাদ জানান, শহীদদের স্মরণে এটি নির্মিত হলেও এখানে কেউ শ্রদ্ধা জানাতে আসে না। ইতোমধ্যে মিনারের পিলার ও বেদীর আংশিক অংশ ভেঙে গেছে। মিনারটি পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এটি ব্যবহারে অনুপযোগী হয়ে পড়ছে। বরিশালে ফের চালু হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ফের মার্চ মাসে বরিশালের আকাশে ডানা মেলবে রাষ্ট্রীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান। দীর্ঘ আট বছর বন্ধ থাকার পর বরিশাল-ঢাকা রুটে ফের চালু হবে ঢাকা-বরিশাল বিমানের ফ্লাইট। সে লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বিমান কর্তৃপক্ষ। বরিশাল বিমানবন্দরের একটি কক্ষ ও কাউন্টার বাংলাদেশ বিমানের জন্য বরাদ্দও নেয়া হয়েছে। জানা গেছে, সম্প্রতি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমানের পরিচালনা পরিষদের সিদ্ধান্তানুযায়ী অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলের উদ্যোগ গ্রহণ করা হয়। এ লক্ষ্যে সর্বশেষ সপ্তম দফার দর প্রস্তাব অনুযায়ী দুটি কিউ ৪০০ নেক্সট জেনারেশন বিমান লিজ নেয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের স্টেট এ্যান্ড কমন সার্ভিস ম্যানেজার রুহুল আমিন জানান, বরিশালে বিমানের বিক্রয় কার্যালয় করার জন্য তারা নগরীর তিনটি স্থান পরিদর্শন করেছেন। আড়াইহাজারে একুশে বইমেলা শুরু স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ বৃহস্পতিবার থেকে আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের উদ্যোগে চার দিনব্যাপী মহান একুশে বইমেলা শুরু হয়েছে। কলেজ প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট আসাদুজ্জামান। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারী সফর আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক কালাম মাহমুদ। পরে বইমেলা মঞ্চে আড়াইহাজার উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও গুণী ব্যক্তিদের জীবনী নিয়ে প্রকাশিত আলী আশরাফ সম্পাদিত ‘আলোকিত আড়াইহাজার’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
×