ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অসিদের ভাবনায় কেবলই সাকিব

প্রকাশিত: ০৫:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০১৫

অসিদের ভাবনায় কেবলই সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে ২০০৫ সালে হারার স্মৃতি এখন অতীত। ১০ বছর হয়ে গেছে। এরপরও সেই স্মৃতিই যেন বার বার অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের খেলা হলেই ঘুরে ফিরে আসে। শুধু কী আসে, সেই স্মৃতি এখনও অস্ট্রেলিয়ানদের কাঁপিয়ে তোলে। এক মোহাম্মদ আশরাফুলই যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিলেন। শনিবার যখন আবার বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার খেলা হবে, ম্যাচটিতে থাকছেন না আশরাফুল। তবে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে নিয়েই এখন ভাবছে অস্ট্রেলিয়া। ম্যাচ যে এক সাকিবই নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। অস্ট্রেলিয়ার নির্ভরযোগ্য ব্যাটসম্যান উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিন তাই মনে করছেন। তাইত বলেছেনও, ‘তাদের (বাংলাদেশের) আছে বিশ্বসেরা অলরাউন্ডার। যে ম্যাচের নিয়ন্ত্রণ একাই নিতে সক্ষম। তাই বলতে চাই, এখানে তার নামের প্রতি সুবিচার করতে পারলে বিপজ্জনক হয়ে উঠতে পারে।’ শুধু সাকিবকেই নয়, বাংলাদেশ দলকেই যেন ভয় পাচ্ছে অস্ট্রেলিয়া। অথচ বিশ্বকাপে যে দলকে সবাই শিরোপা জয়ের তালিকায় রেখেছেন, সেই দলটি অস্ট্রেলিয়া। কিন্তু দলটি হোঁচট খাওয়ার ভয়ও পাচ্ছে। হ্যাডিনই যেমন বলেছেন, ‘বাংলাদেশ বিপজ্জনক দল। তাদের আছে কয়েকজন ম্যাচ উইনার ক্রিকেটারও।’ সঙ্গে যোগ করেন, ‘কয়েকজন বিপজ্জনক ক্রিকেটার আছে। যদি তারা দিনটিতে খেলতে পারে, তাহলে যে কোন দলকেই হারাতে পারে। তাই শনিবার যে কোন দলই জিততে পারে।’ হ্যাডিনও বিশ্বকাপে একটি অঘটন নিয়ে বার বার ভাবছেন। বলেছেন, ‘খেলাটি একদিনের ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে আয়ারল্যান্ড। অঘটন ঘটিয়েছে। যে কোন দলই এমন ঘটনা ঘটাতে পারে।’ বোঝাই যাচ্ছে, বাংলাদেশের দিকেই নজর দিয়েছেন হ্যাডিন। তাদের বিপক্ষে বাংলাদেশও অঘটন ঘটিয়ে দিতে পারে, তা নিয়েই ভাবছেন। তবে হ্যাডিন অঘটনের শিকার হবেন না, এমন বিশ্বাসও প্রকাশ করেছেন। বলেছেন, ‘আমি মনে করছি না আরেকটি অঘটনের দিন আসবে।’ যে দলই বাংলাদেশের সামনে পরুক, এক সাকিবকে নিয়ে ভাবতেই হবে। বিশ্বসেরা অলরাউন্ডার এখন সব ফরমেটেই এক নম্বর। এবার বিশ্বকাপে যারা বিস্ফোরক কিছু করে দেখাবে, তাদের মধ্যে সাকিবের নাম সবার মুখে মুখে। আফগানিস্তানের বিপক্ষে দলের বিপর্যয়ের মুহূর্তে ৬৩ রান করেছেন সাকিব। প্রস্তুতি ম্যাচগুলোতে ভাল না করলেও আসল মঞ্চে এসে জ্বলে উঠেছেন। যা সবারই প্রত্যাশা ছিল। সাকিবও মনের মতো খেলাই উপহার দিয়েছেন। এখন সাকিবের সামনে অস্ট্রেলিয়া। যে দলটির বিপক্ষে সাকিব এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেছে। আছে একটি অর্ধশতক। ২ উইকেটের বেশি নিতেও পারেননি। একমাত্র অস্ট্রেলিয়াই আছে, যে দলটির বিপক্ষে সাকিব এখন পর্যন্ত টেস্ট খেলেননি। তাই ৫ উইকেট নেয়াও হয়নি। এছাড়া নিউজিল্যান্ড, জিম্বাবুইয়ে, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড-সব দলের বিপক্ষেই সাকিবের টেস্টে ৫ উইকেট নেয়া আছে। টেস্টে না হোক, শনিবার ওয়ানডেতেই সাকিব ৫ উইকেট শিকার করুক, সেই আশাই এখন সবার। তাহলেই যে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সাকিবকে নিয়ে যে ভাবছে অস্ট্রেলিয়া, সেই হ্যাডিনের মুখের কথার প্রমাণও মিলে যাক। তাহলে যে বাংলাদেশের জয়ের সম্ভাবনাও জেগে যায়।
×