ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্বের সবচেয়ে দামী বাইক

প্রকাশিত: ০৪:১৩, ২০ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বের সবচেয়ে দামী বাইক

বিশ্বের সবচেয়ে দামী বাইক তৈরি করছে সুইস কোম্পানি ফিলাইন মোটরসাইকেল। ফিলাইন ওয়ান নামে এই বাইকটির ডিজাইন তৈরি করেছেন প্রখ্যাত ডিজাইনার ইয়াকোবা। এর দাম পড়বে দুই লাখ ৮০ হাজার ডলার। চার বছরের গবেষণা শেষে কার্বন, টাইটেনাম, এরোস্পেস ও সুক্ষè লেদার দিয়ে তৈরি হচ্ছে এটি। ৮০১ সিসির এই বাইকে থাকবে তিন সিলিন্ডারযুক্ত ইঞ্জিন, ৬-স্পিড গিয়ারবক্স। এর ওজন ১৫৫ কেজি এবং ২০১৬ সালের শুরুতেই এটি বাজারে আসবে। -ইয়াহু নিউজ কিলসুইচ কমিয়েছে স্মার্টফোন চুরি ‘কিলসুইচ ফিচার’-এর বদৌলতে পশ্চিমা দেশগুলোতে আইফোন ও এ্যান্ড্রয়েড স্মার্টফোন চুরির হার উল্লেখযোগ্য হারে কমেছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, সান ফ্রান্সিসকো ও যুক্তরাজ্যের লন্ডনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশিত পরিসংখ্যান থেকে বেরিয়ে এসেছে এতথ্য। স্মার্টফোন চুরি হলে এতে একটি বিশেষ কমান্ড পাঠিয়ে এর সব ফিচার ব্লক করে দিতে পারেন তার মালিক। এতে স্মার্টফোনটি কার্যত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। পরবর্তীতে আসল মালিক সঠিক আইডি ও পাসওয়ার্ড দিলেই কেবল ব্যবহার করা যায় স্মার্টফোনটি। এই ফিচারটি ‘কিল সুইচ’ নামেই বহুল পরিচিত। -বিবিসি
×