ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা ১ম পত্র

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:২০, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ সম্পর্কে নিচের কোনটি সর্বাপেক্ষা সঠিক ক) পল্লি­বাংলার সাহিত্যশিল্পী খ) সমাজসচেতন সাহিত্যশিল্পী গ) আধুনিক মুসলিম সাহিত্যশিল্পী ঘ) যুগ সচেতন সাহিত্যশিল্পী ২. জাতিসংঘ প্রতিষ্ঠাকালীন রাষ্ট্র কতটি? ক) ১৫টি খ) ৩২টি গ) ৫০টি ঘ) ১৬২টি ৩. ′সাহিত্য খেলা′ প্রবন্ধের নামকরণ কীভাবে করা হয়েছে- ক) বিষয়বস্তুর উপর ভিত্তি করে খ) অর্নিহিত তাৎপর্যের উপর ভিত্তি করে গ) প্রতীকের উপর ভিত্তি করে ঘ) সাহিত্য আলোচনার উপর ভিত্তি করে ৪. ′শুন্য যে নদীর তীরে রহিনু পড়ি′-উক্তিটিতে প্রকাশ পেয়েছে লেখকের- র. অতৃপ্ত বেদনার্ত মনোভাব রর. যন্ত্রণাময় জীবনবোধ ররর. অসহায় মনোভাব নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫. ‘বঙ্গভাষা’ কবিতায় কবি ‘বিফল তপে’ মজেছিলেন- ক) ভুলি কমল কানন খ) অবরেণ্যে বরি গ) সুখ পরিহরি ঘ) সঁপি কায়-মন: ৬. আঠারো বছরের তরুণেরা কেমন বেগে চলে? ক) হাওয়ার বেগে খ) ঝড়ের বেগে গ) বাম্পের বেগে ঘ) ট্রেনের বেগে ৭. ′যৌবনের গান′ প্রবন্ধে লেখক মাতৃরূপ দেখেছন- র. শ্মশানঘাটে রর. গোরস্থানে ররর. সমুদ্র সৈকতে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৮. ‘পাঞ্জেরি’ কবিতায় জাহাজ যাত্রার প্রতিকূলতার ছবি কী? ক) ভাবস্তু খ) গূঢ়ার্থ গ) অরূপ ঘ) বাচ্যার্থ ৯. ‘যৌবনের গান’ প্রবন্ধের মমতারস শব্দটির ব্যাসবাক্য কোনটি? ক) মমতা মিশ্রিত রস খ) মমতার রস গ) মধুর রস ঘ) মমতা ভরা রস ১০. ′কলিমদ্দি দফাদার′ গল্পে কোন নদীর কথা বলা হয়েছে? ক) শীতলক্ষ্যা খ) ধলেশ্বরী গ) ব্রহ্মপুত্র ঘ) বুড়িগঙ্গা ১১. সমাজ জীবনের অগ্রগতি ও কল্যাণসাধনের জন্যে প্রয়োজন- র. পুরুষ-সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন রর. নারীজাগরণ ররর. নারীশিক্ষার প্রসার নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১২. ‘বিলাসী’ গল্পে বিলাসীর প্রেমের মহিমাময় আলোয় ধরা পড়েছে - র. সমাজজীবনের অনুদারতা ও রক্ষণশীলতা রর. সমাজজীবনের নিষ্ঠুর ও অশুভ চেহারা ররর. অসাম্প্রদায়িক মানসিকতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৩. ‘হৈমন্তী’ গল্পে হৈমন্তীর করুণ পরিণতিকে ত্বরান্বিত করেছিল কোনটি? ক) হৈমন্তীর চারিত্রিক দৃঢ়তা খ) অপুর নিষ্ক্রিয়তা গ) অপুর প্রতিবাদ ঘ) হৈমন্তীর প্রতিবাদ ১৪. ‘জীবন-বন্দনা’ কবিতায় ‘যাযাবর’ শব্দটির অর্থ কী? ক) অস্যভ্য উপজাতি খ) উচ্ছৃঙ্খল মানুষ গ) ভ্রাম্যমাণ জাতি ঘ) আদিম মানুষ ১৫. তপুর সিটে নতুন ছেলেটা কত দিন ছিল? ক) তিন বছর খ) দুই বছর গ) মাত্র কয়েকদিন ঘ) নতুন এসেছে মাত্র ১৬. ব্যক্তিগত স্বার্থোদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহার করাই হলো দুর্নীতি - এ সংজ্ঞা কে দিয়েছেন? ক) দুর্নীতি দমন কমিশন খ) অধ্যাপক লাস্কি গ) কার্ল মার্কস ঘ) জাতিসংঘ ১৭. ‘সোনার তরী’ কবিতায় ‘ওগো তুমি কোথা যাও’- উক্তিটি কৃষক কী উদ্দেশ্যে করেছে? মাঝির- ক) পরিচয় জানার জন্য খ) গন্তব্য জানার জন্য গ) দৃষ্টি আকর্ষণের জন্য ঘ) নৌকা তল্লাশি করার জন্য ১৮. লেখকের প্রকৃত কাজ- ক) খেলনা তৈরি খ) প্রয়োজনীয় গ) ব্যর্থ ঘ) অব্যর্থ ১৯. লেখক অশ্রুবিহীন কান্না হিসেবে কল্পনা করেছেন কোন মাসের প্রচন্ড রোদকে? ক) চৈত্র মাসের খ) বৈশাখ মাসের গ) জৈষ্ঠ্য মাসের ঘ) ভাদ্র মাসের
×