ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৮ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি

প্রকাশিত: ০৬:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

১৮ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি

রাবি সংবাদদাতা ॥ নানা কর্মসূচীর মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ শামসুজ্জোহা দিবস। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ও রাবির রসায়ন বিভাগের শিক্ষক ও প্রক্টর ড. শামসুজ্জোহা পাকিস্তানী সেনাদের গুলিতে নিহত হন। দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন রাবির শিক্ষক-শিক্ষার্থীরা। দিবসটি উপলক্ষে বুধবার ভোরে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনে কালো পতাকা উত্তোলন করা হয়। সকালে উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা শহীদ ড. জোহার মাজার ও জোহা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করেন। এরপর রসায়ন বিভাগ ও শহীদ শামসুজ্জোহা হলসহ অন্যান্য আবাসিক হল, বিভিন্ন বিভাগ, পেশাজীবী সমিতি ও ইউনিয়ন, অ্যালামনাই এ্যাসোসিয়েশন প্রভাত ফেরীসহ শহীদ জোহার মাজার ও স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ১০টার দিকে সিনেট ভবনে ‘শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বক্তৃতায় ‘বাংলাদেশ : শিক্ষা, সমাজ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন প্রখ্যাত কথাসাহিত্যিক প্রফেসর হাসান আজিজুল হক। মুন্সীগঞ্জে স্কুল ব্যাংকিং চালু স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পৌরসভার চরশিলমন্দির গ্রামে সানরাইজ প্রি-ক্যাডেট ইনস্টিটিউটে স্কুল ব্যাংকিং চালু হয়েছে। বুধবার এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ ও ¯ু‹ল ব্যাংকিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউসিবির মুন্সীগঞ্জ শাখার ম্যানেজার মোঃ হাসান মিয়া। অধ্যক্ষ হাজী মোঃ আলী আজম ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ দেলোয়ার হোসেন, আতিকুজ্জামান নাদিম ও হালিম মিজি। বিদ্যালয়টিতে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু হওয়ায় শিক্ষার্থীরা খুশি। ডিমলায় অভিভাবক সমাবেশ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ডিমলা উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ স্কুল এ্যান্ড কলেজের ছাত্র-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশ থেকে জেলা পরিষদের প্রশাসক ও ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হককে সংবর্ধনা প্রদান হয়েছে। বুধবার দুপুর ১২টায় অনুষ্ঠিত সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার।
×