ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রতœসামগ্রী চোরাচালানও অর্থের অন্যতম উৎস

নিহতদের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করছে আইএস!

প্রকাশিত: ০৬:৩৪, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

নিহতদের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করছে আইএস!

ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গীরা তাদের অভিযান পরিচালনায় অর্থের জন্য নিহত বন্দীদের অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করে বিক্রি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে তদন্ত করে দেখতে মঙ্গলবার অনুরোধ জানিয়েছেন জাতিসংঘে ইরাকের রাষ্ট্রদূত মোহাম্মদ আল হাকিম। আল হাকিম কয়েক সপ্তাহ আগে সাংবাদিকদের বলেছিলেন, অগভীর গণকবর থেকে পাওয়া মরদেহগুলোতে গভীর অস্ত্রোপচারের চিহ্ন ছিল এবং কিডনি ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ পাওয়া যায়নি। তিনি নিরাপত্তা পরিষদে বলেন, আমাদের কাছে মরদেহগুলো আছে। আপনারা আসেন এবং এগুলো পরীক্ষা করে দেখেন। এটি পরিষ্কার যে, শরীরের অনেক অংশই নেই। মরদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সংগ্রহ করতে অস্বীকৃতি জানানোয় মসুলে ১২ চিকিৎসকের মৃত্যুদ- কার্যকর করে আইএস জঙ্গীরা। এদিকে আইএসের আয়ের প্রধান পথ হচ্ছে তেল বিক্রি আর অপহরণ করে মুক্তিপণ আদায়। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদক সাইমন কক্স বলেছেন, তাদের অর্থের আরও একটি বড় উৎস হলো লুট হওয়া মূল্যবান প্রাচীন প্রতœসামগ্রী চোরাই বাজারে বিক্রি করা। এই কারণেই গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়া থেকে আসা সব ধরনের প্রতœতাত্ত্বিক সামগ্রীর বাণিজ্য নিষিদ্ধ করেছে। সংস্থাটি অভিযোগ করেছে, আইএস জঙ্গীরা সন্ত্রাসী অভিযান পরিচালনার তহবিল গড়ে তুলতে ঐতিহ্যবাহী প্রতœসামগ্রী লুট করছে। এই ব্যবসার রুট সিরিয়া থেকে তুরস্ক ও লেবানন হয়ে ইউরোপ পর্যন্ত বিস্তৃত। ২১ বছর বয়সী এক তরুণ মোহাম্মদ বিবিসিকে জানিয়েছেন, তিনি এই ব্যবসা চালান সিরিয়া আর লেবাননের মাঝামাঝি বেকা উপত্যকায়।তাঁর কয়েকজন বন্ধু আছে আলেপ্পোতে, যারা এক ট্যাক্সিচালককে অর্থ দিয়ে হাত করেছে এবং তার মাধ্যমেই প্রাচীন আংটি, ছোট ছোট মূর্তি, পাথরের মাথা ইত্যাদি পাচার করে। -ওয়াশিংটন পোস্ট ও বিবিসি
×