ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

স্কুলে যাওয়ার স্বপ্ন...

প্রকাশিত: ০৫:৫৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

স্কুলে যাওয়ার স্বপ্ন...

বাবা-মা দু’জনেই ফুল বিক্রি করেন। ওই টাকাতেই চলে তাদের সংসার। তাই বাড়তি অর্থ উপার্জনের আশায় ছোট্ট ছেলের হাতেও ফুলের ঝুড়ি তুলে দিয়েছেন তারা। কিন্তু বাসি ফুল বিক্রিতে মন নেই সুজনের। সে স্কুলে যেতে চায়। ঘ্রাণ নিতে চায় নতুন বইয়ের। সুজন একটি পথস্কুলে সপ্তাহে একদিন পড়ার সুযোগ পায়। ওই দিনটিই তার কাছে সবচাইতে আনন্দের। একদিনের স্কুল তাকে প্রতিদিনই স্কুলে যাওয়ার স্বপ্ন দেখায়। বাসি ফুলের ঘ্রাণ এড়িয়ে সুজন কি পারবে তার সেই স্বপ্নপূরণ করতে? রাজধানীর সোহ্্রাওয়ার্দী উদ্যান থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×