ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রেডিও মেঘনা উদ্বোধন

দেশে এখন যুদ্ধ চলছে, এ যুদ্ধে জয়ী হওয়ার পরে সংলাপ ॥ ভোলায় ইনু

প্রকাশিত: ০৫:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

দেশে এখন যুদ্ধ চলছে, এ যুদ্ধে জয়ী হওয়ার পরে সংলাপ ॥ ভোলায় ইনু

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৮ ফেব্রুয়ারি ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশে এখন যুদ্ধ চলছে। দানবের বিরুদ্ধে মানবের যুদ্ধ। এ যুদ্ধে জয়ী হওয়ার পরে সংলাপ-সমঝোতা বৈঠক; তার আগে নয়। তিনি বলেন, খালেদা জিয়া আর তারেক রহমানই আজকের এই আগুন সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন। বাস্তবতা হচ্ছেÑ খালেদা জিয়া আর তারেকই হচ্ছে আগুন সন্ত্রাসের মূল পরিকল্পনাকারী। তাই খালেদা জিয়া এবং তারেকের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা অর্থহীন। মন্ত্রী বলেন, দানবের বিরুদ্ধে মানবের বিজয় নিশ্চিত, দানবের সঙ্গে মানবের আলোচনা হতে পারে না। দানবের বিরুদ্ধে মানবের বিজয় হওয়ার পরে সংলাপ হবে; তার আগে ভারসাম্য রক্ষার জন্য কোন তদবির নয়। বুধবার দুপুরে ভোলার চরফ্যাসন উপজেলায় কমিউনিটি রেডিও মেঘনার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। মন্ত্রী বলেন, একাত্তরে পাকিস্তানীদের সঙ্গে তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা যেভাবে দেশের নিরীহ মানুষকে হত্যা করেছে। আগুন দিয়ে মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে এখন সেই তা-ব শুরু করেছে। সেদিন যেমন দেশবাসী তাদের প্রতিহত করেছে আজকের দিনেও দেশবাসী এই আগুন সন্ত্রাসী আর স্বাধীনতা বিরোধের সকল চক্রান্ত প্রতিহত করবে। চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হলে কোস্টট্রাস্টের পরিচালক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন উপমন্ত্রী ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। বক্তব্য রাখার পাশাপাশি উপস্থিত ছিলেন,তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমেদ, ভোলা জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা, পল্লীকর্ম ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, বাংলাদেশ বেতারের মহা-পরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ, এ্যাকশান এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সাবেক সংসদ সদস্য ড. আক্রাম উদ্দিন চৌধুরী, জেলা ও উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও উন্নয়ন সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষ।
×