ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে বোমাবাজদের নেপথ্যে অর্থদাতা তারেক গ্রেফতার

প্রকাশিত: ০৫:৩৯, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

চট্টগ্রামে বোমাবাজদের নেপথ্যে অর্থদাতা তারেক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পেট্রোলবোমা নিক্ষেপ ও নাশকতামূলক কর্মকা-ের সঙ্গে জড়িত এক খাদ্য পরিদর্শককে বুধবার পুলিশ গ্রেফতার করেছে। তার নাম জিয়াউল করিম মোহাম্মদ তারেক। তিনি চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দফতরে কর্মরত। গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে। পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে। রবিবার এ রিমান্ড আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। খুলশী পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি পাহাড়তলী মাস্টার লেন এলাকায় পেট্রোলবোমা নিক্ষেপকালে রিংকু ও রাজু হোসেন নামের দুই সন্ত্রাসীকে এলাকাবাসী হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে। এদের গ্রেফতারের পর রিমান্ডে আনা হয়। রিমান্ড শেষে এ দু’জন আদালতে উক্ত খাদ্য পরিদর্শকসহ ৩ জন পেট্রোলবোমা নিক্ষেপ করে যানবাহনে আগুন দেয়ার জন্য তাদের হাতে ৫ হাজার টাকা প্রদান করে এবং ঘটনা ঘটানোর পর আরও ৫ হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতি দেয় বলে জানায়। এছাড়া নগরীতে নাশকতামূলক কর্মকা- চালানোর জন্য গ্রেফতারকৃতরা আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের জবানবন্দীর জের ধরে রবিবার খুলশী পুলিশ সদরঘাট থানা এলাকার মাঝিরঘাটে অবস্থিত আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অফিসে অভিযান চালিয়ে খাদ্য পরিদর্শক জিয়াউল করিম মোহাম্মদ তারেককে গ্রেফতার করে। বাকি দু’জনের নাম প্রকাশ করেনি পুলিশ। তাদেরও ধরার জন্য চেষ্টা চলছে বলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম জনকণ্ঠকে জানান। পুলিশ জানায়, গ্রেফতারকৃত জিয়াউল করিম মোহাম্মদ তারেকের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। ছাত্রজীবন থেকে তিনি শিবির ও পরবর্তীতে জামায়াতের ক্যাডার হিসেবে কাজ করে আসছিলেন। গ্রেফতারের পর পুলিশ গোয়েন্দা সংস্থার কাছ থেকে একটি রিপোর্টও পেয়েছে। যাতে নিশ্চিত করা হয়েছে জিয়াউল করিম জামায়াত শিবিরের সঙ্গে জড়িত থেকে চলমান নাশকতামূলক কর্মকা-ে ইন্ধন ও অর্থ যোগান দিয়ে আসছেন।
×