ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকায় চিকিৎসা নিতে এসে এলজিইডি কর্মকর্তা খুন

প্রকাশিত: ০৮:০৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

ঢাকায় চিকিৎসা নিতে এসে এলজিইডি কর্মকর্তা খুন

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় চিকিৎসা নিতে এসে শাহজাহানপুরের মোমেনবাগে ডাকাতদের হাতে খুন হয়েছেন ফরিদপুরের এলজিইডি কর্মকর্তা আবদুল জলিল। তাঁর বাড়ি জেলার চরভদ্রাসন থানার চরসুলতানপুরে। ডাকাতরা এ সময় বাড়ির লোকজনকে বেঁধে ১২ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার ও ৫০০ ইউএস ডলার নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে। মঙ্গলবার ভোররাতে মোমেনবাগের মনোয়ারা প্যালেস নামের একটি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। মিরপুরে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত ॥ সোমবার গভীর রাতে মিরপুর ১ নম্বর সেকশনের ডি ব্লকের ৯ নম্বর রোডে মাহফুজুর রহমান তুষার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করেছে তার বন্ধুরা। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তুষারের বাবার নাম মতিউর রহমান। সে দারুস সালাম ঢাকা মডেল স্কুল এ্যান্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিচ্ছে। আহতের বন্ধু হৃদয় জানায়, রবিবার স্থানীয় আরমান, মাহিম, সজীব, আবীর ও পলাশসহ কয়েকজনের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তুষারের বন্ধুরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে বাড়ির অদূরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
×