ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ২০ হাজার পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়েছে

প্রকাশিত: ০৬:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

দিনাজপুরে ২০ হাজার পরিবহন শ্রমিক বেকার হয়ে পড়েছে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও হরতালে বেকার হয়ে পড়েছে দিনাজপুরের ২০ হাজার পরিবহন শ্রমিক। দিন এনে দিন খাওয়া এসব শ্রমিকের ঘরে এখন ঠিকমতো চুলাও জ্বলছে না। রাস্তায় গাড়ি নামাতে না পেরে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে তারা। জীবিকার তাগিদে কেউ কেউ অন্য কাজ খুঁজে নিলেও বেশিরভাগ শ্রমিককে ধার-দেনা করে সংসার চালাতে হচ্ছে। জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের অফিস সূত্রে জানা যায়, দিনাজপুরে বর্তমানে ১৫ হাজার বাস-মিনিবাস শ্রমিক রয়েছে। টানা অবরোধের কারণে গাড়ি না চলায় তারাও বেকার হয়ে পড়েছে। পণ্যবাহী ট্রাক শ্রমিকদের মতো বাস শ্রমিকেরাও মানবেতর জীবন যাপন করছেন। সদর উপজেলার দপ্তরীপাড়া মহল্লার শ্রমিক জাকির হোসেন জানান, সড়কে বাস কিংবা কোচ চললে চুলোয় হাঁড়ি ওঠে, না হলে না খেয়ে দিন কাটাতে হয় তাদের পরিবারকে। টানা এই অবরোধে পরিবারকে নিয়ে সমস্যার অন্ত নেই তার। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সে। অবরোধের কারণে মালিক গাড়ি রাস্তায় নামাচ্ছেন না। দীর্ঘদিন গাড়ি বন্ধ থাকায় বাড়িতে বসে থাকতে হচ্ছে। সংসারের খরচ মেটাতে না পারায় পরিবারের ৬ জন সদস্য নিয়ে অনাহারে-অর্ধাহারের দিন কাটাতে হচ্ছে তাকে। লালবাগ এলাকার বাস শ্রমিক নুর আলম জানান, টানা অবরোধে দিন কাটাচ্ছেন ধার দেনা করে। এভাবে আর কতদিন চলবে তা নিয়ে শঙ্কা তার। রফিকুল ইসলাম নামের এক বাস শ্রমিক জানান, অবরোধের কারণে গাড়ি চলছে না। প্রতিদিন যা পাই তাই দিয়ে সংসার চলে। এখন গাড়ি নিয়ে বের হতে পারছি না। যদিও একটি/দুটি ভাড়াই যাচ্ছি-তাতেই ভয় হয়। এ ব্যাপারে দিনাজপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি জানান, আমাদের ১৫ হাজার কার্ডধারী শ্রমিক বেকার হয়ে পড়েছে। মানবেতর জীবন যাপন করতে হচ্ছে তাদের। এ অবস্থার নিরসন না হলে প্রয়োজনে আমরা রাস্তায় নামতে বাধ্য হব।
×