ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৫ ও ১৬ মার্চ

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৫ ও ১৬ মার্চ

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১৫ ও ১৬ মার্চ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির ২০১৫-১৬ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনার জন্য মোঃ হারুন অর রশিদকে প্রধান করে নির্বাচন পরিচালনা উপ-কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমিতির বর্তমান সম্পাদক মাহবুব উদ্দিন খোকন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সভাপতি ও সম্পাদকসহ ১৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির দু’দিনব্যাপী এ নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। শাহজালালে ৫শ’ গ্রাম সোনা উদ্ধার, আটক এক স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫শ’ গ্রাম সোনাসহ রয়েল হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। সোমবার রাত এগারোটার দিকে বিমানবন্দরের গ্রীন চ্যানেলের বাইরে ক্যানোপি থেকে পুলিশ তাকে আটক করে। নাসিম সভাপতি কবির সাধারণ সম্পাদক নির্বাচিত অস্ট্রিয়া আ’লীগের সম্মেলন ভিয়েনার ফ্লরিডসডর্ফের ভিএইচএস হলে রবিবার অস্ট্রিয়া আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে খন্দকার হাফিজুর রহমান নাসিম সভাপতি এবং সাইফুল ইসলাম কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিমের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি সর্বইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ গনি বলেন, বর্তমানে বিএনপি-জামায়াত সন্ত্রাস-নাশকতা করে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চাচ্ছে। তাদের প্রতিহত করতে হবে। -বিজ্ঞপ্তি
×