ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অপ্রথাগত পেশা

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

অপ্রথাগত পেশা

কাগজ শুকোনোর কাজে ব্যস্ত কয়েক নারীশ্রমিক। তারা নষ্ট হয়ে যাওয়া কাগজ ম- বানিয়ে তা দিয়ে বিভিন্ন জিনিসের প্যাকেট বা কাজ করেন। এগুলো ফের ব্যবহার করা হবে। ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বিভিন্ন পণ্যের মোড়ক ও প্যাকেজ তৈরি করে চলে বহু লোকের জীবিকা। অপ্রথাগত এই পেশায় নিয়োজিত স্থানীয় বহু নারী। বড় বড় অনেক কার্টন তৈরির কাজেও ব্যবহৃত হয় এসব কাগজ। কেরানীগঞ্জের টেগোরিয়া এলাকা থেকে মঙ্গলবার ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×