ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শান্তিপূর্ণ কর্মসূচী পালনে বাধা দিচ্ছে সরকার ॥ খালেদার অভিযোগ

প্রকাশিত: ০৫:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৫

শান্তিপূর্ণ কর্মসূচী পালনে বাধা দিচ্ছে সরকার ॥ খালেদার অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ রাজপথে শান্তিপূর্ণ স্বাভাবিক কর্মসূচী পালনে বর্তমান সরকার বাধা দিচ্ছে বলে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক সংসদীয় প্রতিনিধি দলের কাছে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করতে চাইলে সরকার ঢালাওভাবে গ্রেফতার, নির্যাতন চালায় এবং তাকে গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখে। এখন খাবার প্রবেশ করতেও বাধা দেয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক সংসদীয় প্রতিনিধিদল গুলশান কার্যালয়ে গিয়ে বৈঠককালে খালেদা তাদের কাছে এ কথা বলেন। এ সময় তিনি বিএনপি জোটের নেতাকর্মীর ওপর সরকারের হামলা-নির্যাতনের একটি ভিডিও ফুটেজ তাদের কাছে তুলে দেন বলে জানা গেছে। ইউরোপীয় ইউনিয়নের ৬ সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংসদের মানবাধিকারবিষয়ক উপ-কমিটির উপ-প্রধান ক্রিশ্চিয়ান দান প্রেদা। এ ছাড়াও উপস্থিত ছিলেন জোসেফ ওয়েডেনহোলজার, মারচিন গ্যাসিউক, লেভেস্তে সাজি, কারোল করসকি ও ব্রিজিত বাটাইলি। বৈঠকে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ কাইয়ুম। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে বৈঠক শুরু হয়ে চলে প্রায় ১ ঘন্টা। তবে বৈঠক শেষে কোন পক্ষই সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। উল্লেখ্য, ২৪ দিন পর খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে ইউরোপীয় ইউনিয়নের মানবাধিকারবিষয়ক সংসদীয় প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি গুলশান কার্যালয় থেকে বেরিয়ে যান। এর আগে কোকোর মৃত্যু সংবাদ শুনে খালেদা জিয়াকে সান্ত¦না দিতে সেখানে গিয়েছিলেন তিনি। বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের প্রবেশমুখে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে স্বাগত জানান খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল। বৈঠক সূত্রে জানা যায়, বর্তমান সরকারের বিগত সাত বছরের বিভিন্ন সহিংস কর্মকা-সহ সাম্প্রতিক বিএনপি জোটের নেতাকর্মীর ওপর সরকারের হামলা-নির্যাতনের সচিত্র প্রতিবেদনসহ ভিডিও ফুটেজ ও দালিলিক তথ্য-উপাত্ত ইউরোপীয় সংসদীয় প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করেন খালেদা জিয়া।
×